
বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন, দেশের অনলাইন সংবাদমাধ্যম বিবার্তা২৪ডট নেট-এর সম্পাদক বাণী ইয়াসমিন হাসি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসনের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে শোক জানান তিনি।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা। একটা অধ্যায়ের সমাপ্তি।
চলতি বছরের ২৩ নভেম্বর রাতে শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যা দীর্ঘদিন ভুগছিলেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]