ষষ্ঠ মৃত্যুবার্ষিকী
ঢাকাটাইমস সম্পাদকের বাবার স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১৯:৪২
ঢাকাটাইমস সম্পাদকের বাবার স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দৈনিক ঢাকা টাইমস, ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকম ও সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলনের বাবা বিশিষ্ট সমাজসেবক এ এফ এম ওবায়দুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।


এ উপলক্ষে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকা ও ফরিদপুরের বিভিন্ন স্থানে কোরআনখানি, দোয়া মাহফিল ও এতিম শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হয়।


এদিন বাদ আসর ঢাকার ৪৪ ইস্কাটন গার্ডেনে দৈনিক ঢাকা টাইমস কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মিলাদ ও দোয়া পরিচালনা করেন ইস্কাটন গার্ডেনের সবজিবাগান জামে মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম।


ঢাকা টাইমসের উপ-সম্পাদক মোরশেদুল জাহের, উপ-মহাব্যবস্থাপক শহিদুল হাসান লিংকন, মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক মোহাম্মাদেনাল মোক্তার, সিনিয়র রিপোর্টার জাহিদ বিপ্লব, সিরাজুম সালেকীন, নিজস্ব প্রতিবেদক লিটন মাহমুদ, হিসাব বিভাগের কবিতা দে, ঢাকাটাইমসের সাবেক কর্মী আরিফুজ্জামান, আইটি পারসন লিমন খান ও তুষার রহমান, প্রধান ক্যামেরা পারসন রমেশ চন্দ্র চৌধুরী, আমিনুল ইসলামসহ বিভিন্ন বিভাগের কর্মীরা মিলাদে অংশ নেন।


এদিন ওবায়দুর রহমানের গ্রামের বাড়ি আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়নের কামারগ্রামের মুন্সীবাড়িতেও স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিভিন্ন এতিমখানায় খাবার বিতরণ করা হয়।


২০১৯ সালের ৩০ ডিসেম্বর ভোরে ফরিদপুরের আলফাডাঙ্গায় হৃদরোগে আক্রান্ত হয়ে ৬৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন ওবায়দুর রহমান। তিনি রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ছিলেন।


ফরিদপুরের আলফাডাঙ্গার ঐতিহ্যবাহী মুন্সী পরিবারের সন্তান ওবায়দুর রহমান স্থানীয় পর্যায়ে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠা, কবরস্থান, খেলার মাঠসহ এলাকার অবকাঠামোগত উন্নয়নে অসামান্য অবদান রাখেন। ঐতিহ্যবাহী মুন্সী পরিবারের দানবীর পূর্বপুরুষ প্রয়াত কাঞ্চন মুন্সীর সুযোগ্য উত্তরসূরি ছিলেন তিনি।


বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com