
অল্প রানের হাড্ডাহাড্ডি লড়াই। টি-২০’র টানটান উত্তেজনা। যে লড়াইয়ে ইনিংসের শেষ বলে জিততে ৬ রান দরকার ছিল সিলেট টাইটান্সের। ক্রিস ওকস ওই ছক্কা মেরে সিলেটকে বিপিএলের কোয়ালিফায়ারে তুলেছেন। হেরে বিদায় নিয়েছে রংপুর রাইডার্স।
মঙ্গলবার মিরপুর স্টেডিয়ামে টস জিতে বোলিং নিয়ে রংপুর রাইডার্সকে নাগালের মধ্যে রাখে মেহেদী মিরাজের সিলেট টাইটান্স। রংপুর ২৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে। একে একে ব্যর্থ হয়ে ফিরে যান তাওহীদ হৃদয় (৪), ডেভিড মালান (৪), লিটন দাস (১) ও কাইল মায়ার্স (৮)।
সেখান থেকে ৩৪ রানের ছোট্ট একটা জুটি দেন খুশদীল শাহ ও মাহমুদউল্লাহ। পাকিস্তানের স্পিন অলরাউন্ডার খুশদীল ১৯ বলে তিন ছক্কায় ৩০ রান করেন। ১৫.৫ ওভারে দলের ৯৪ রানে সাজঘরে ফেরা মাহমুদউল্লাহ ২৬ বলে দুটি করে চার ও ছক্কায় ৩৩ রানের ইনিংস খেলেন। নুরুল হাসান ২৪ বলে ২৯ রান যোগ করলে রংপুর ৯ উইকেটে ১১১ রানে আটকে থাকে।
জবাব দিতে নেমে সিলেট ২ রানে ওপেনার তৌফিক খানকে হারায়। তবে দ্বিতীয় উইকেটে পারভেজ ইমন ও আরিফুল ইসলাম ৩৬ রান যোগ করে ধাক্কা সামলে নেন। ইমন ১২ বলে তিন চারের শটে ১৮ রান করে ফিরে যান। আরিফুল ১৮ বলে ১৭ রান করেন। পরেই চারে নামা আফিফ (৩) ফিরলে ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে সিলেট।
স্যাম বিলিংস ও সিলেটের অধিনায়ক মিরাজ ৫০ রানের জুটিতে ওই ধাক্কা সামলে ম্যাচ সহজ করে ফেলেন। ১৭ ওভারের শেষ বলে মিরাজ ২৩ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন। ৯৪ রানে ৫ উইকেট হয়ে যায় সিলেট। শেষ তিন ওভারে জয়ের জন্য তখন ১৮ রান দরকার। ওখান থেকে ম্যাচটা জমিয়ে তোলে রংপুর।
১৮তম ওভারে আলিস আল ইসলাম মাত্র ৩ রান দেন। ১৯তম ওভারে মুস্তাফিজ ৬ রান দিয়ে বিলিংকে তুলে নেন। তিনি ৪০ বলে ২৯ রান করেন। শেষ ওভারে জয়ের জন্য ৯ রান দরকার ছিল সিলেটের। পাকিস্তানের পেস অলরাউন্ডার ফাহিম আশরাফের প্রথম ৪ বলে মাত্র ২ রান নিয়ে সাজঘরে ফেরেন মঈন আলী। পরের বলে সিঙ্গেল নিয়ে ওকসকে স্ট্রাইক দেন খালেদ আহমেদ। শেষ বলে জয়ের জন্য ৬ রান দরকার ছিল সিলেটের। লং অফের ওপর দিয়ে ওকস কাঙ্খিত শটটা খেলে দলকে জয় এনে দেন।
এর আগে বল হাতে সিলেটের হয়ে দুর্দান্ত করেছেন খালেদ ও ওকস। পেসার খালেদ ৪ ওভারে ১৪ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন। ওকস ৪ ওভারে ১৫ রান দিয়ে নেন ২ উইকেট। স্পিনার নাসুম ৪ ওভারে মাত্র ১২ রান খরচায় ২ উইকেট দখল করেন। রংপুরের মুস্তাফিজ ও আলিস যথাক্রমে ২০ ও ১৮ রান দিয়ে দুটি করে উইকেট নিয়েছেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]