বর্তমান সরকার গণভোটের পক্ষে, তবে না সুযোগও রেখেছি: শারমীন মুরশিদ
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১৬:৩৫
বর্তমান সরকার গণভোটের পক্ষে, তবে না সুযোগও রেখেছি:  শারমীন মুরশিদ
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আমার সরকার এবং আমাদের অবস্থান স্পষ্ট। আমরা গণভোটের পক্ষে। মানুষ বুঝুক তার কল্যাণের জন্য গণভোট। তবে আমরা না ভোটের সুযোগও দিচ্ছি।


মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোটদানে উদ্বুদ্ধ করণের লক্ষ্যে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।


মতবিনিময় সভায় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজালসহ সরকারি, বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি বৃক্ষ রোপণ করেন।


উপদেষ্টা বলেন, খুব স্পষ্ট হিসাব, গণভোট এটা কোন নিরপেক্ষতা বজায় রেখে কোন ভোট নয় । গণভোট নিয়ে কথা বলতে হলে আমি নিরপেক্ষ নই । আমার স্পষ্ট অবস্থান হচ্ছে হ্যা কারণ আমি যদি সংস্কার চাই আমার হাতে গণভোট ছাড়া কোন উপায় নেই । ২০২৪ যখন ঘটে গেল একটাই চাওয়া ছিল নতুন বাংলাদেশ, নতুন মূল্যবোধ এবং আরো মানবিক আরো ন্যায্য একটা সমাজ । আমাদের বিগত ইতিহাস আমাদেরকে যা দেখিয়েছে সেটা অর্জন করতে হলে আমূল পরিবর্তন প্রয়োজন । এক দেড় বছরের একটা সরকার কিন্তু দেশে আমূল পরিবর্তন আনতে পারে না ।


তিনি আরো বলেন, কিছু কিছু গোষ্ঠী গণভোটের বিষয়টা বুঝে উঠতে পারে না । সংস্কার যদি চাই, রাতের অন্ধকারের ভোট যদি না চাই, একনায়ক যুগের পর যুগ ক্ষমতায় থেকে স্বৈরাচার হবে, সেটা যদি আমরা বন্ধ করতে চাই, গুম, খুন বন্ধ করতে চাই, তাহলে অবকাঠামো বিপুলভাবে পরিবর্তন করতে হবে । গণভোটের জন্য দরকার জনমানুষের সম্মতি । জনগণের সম্মতি নেওয়ার জন্য গণভোট করছি ।


বিবার্তা/রায়হান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com