শিরোনাম
নবম ওয়েজবোর্ডের দাবিতে সাংবাদিকদের কলম বিরতি
প্রকাশ : ১৯ মার্চ ২০১৭, ১৮:৩৪
নবম ওয়েজবোর্ডের দাবিতে সাংবাদিকদের কলম বিরতি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নবম ওয়েজবোর্ড গঠনের দাবিতে সকল সংবাদপত্র, সংবাদ সংস্থাসহ বিভিন্ন গণমাধ্যম সাংবাদিকরা ৩ ঘন্টার কলম বিরতি পালন করেছেন। রবিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করেন তারা।


দুপুরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) জাতীয় প্রেসক্লাবে এই কর্মসূচি সফল করতে এক মতবিনিময় সভায় বিএফইউজে’র মহাসচিব ওমর ফারুক জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানী ঢাকাসহ সারাদেশে আজ গণমাধ্যম কর্মীরা ৩ ঘন্টার কলম বিরতি পালন করেছেন। কলম বিরতির কর্মসূচি ২১ মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে।


বিএফইউজে’র সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কলম বিরতি কর্মসূচি সফল করার জন্য সাংবাদিকরা আহবান জানান।


বিএফইউজে সভাপতি বলেন, ২১মার্চের মধ্যে ওয়েজবোর্ড গঠনের দাবি না মানলে ২২মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করা হবে। এই কর্মসূচি সফল করতে তিনি সকল গণমাধ্যম কর্মীদের প্রতি আহবান জানান।


তিনি আরো বলেন, নবম ওয়েজবোর্ড গঠনের দাবি আদায় না হওয়া পর্যন্ত কলম বিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com