শিরোনাম
বর্ণাঢ্য আয়োজনে ভোরের ডাকের প্রতিষ্ঠাবার্ষিকী
প্রকাশ : ১৮ মার্চ ২০১৭, ১৭:২২
বর্ণাঢ্য আয়োজনে ভোরের ডাকের প্রতিষ্ঠাবার্ষিকী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

‘সত্য প্রকাশে আপোষহীন’ এই স্লোগানকে সামনে রেখে ২৬ বছর অতিক্রিম করলো দৈনিক ভোরের ডাক। এই প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে রাখার জন্য বর্ণাঢ্য আয়োজন করেছে ভোরের ডাক পরিবার।


২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা। আগত অতিথিরা পুষ্পদিয়ে শুভেচ্ছা জানান ভোরের ডাকের সম্পাদক বেলায়েত হোসেনকে।


সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই আয়োজনে অতিথিদের মিষ্টি, পিঠা, ফল ও মধ্যাহ্নভোজে আপ্যায়িত করা হয়।


অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি জয়নাল আবেদিন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা মনজুরুল আহসান খান, প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো, আওয়ামী লীগের উপদেষ্টা মুকুল বোস, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সহিদুর রহমান টেপা, মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, বিচারপতি আব্দুল হাই, বাংলাদেশ আওয়ামী লীগ নেত্রী বিশিষ্ট কবি কাজী রোজী এমপি, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আওয়ামী লীগ নেত্রী উম্মে কুলসুম স্মৃতি এমপি, সাবেক প্রতিমন্ত্রী এডভোকেট গৌতম চক্রবর্ত্তী, সাবেক এমপি গোলাম হাবিব দুলাল, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব নকুল চন্দ্র সাহা, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখায়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক মোরসালীন নোমানী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, বিবার্তার জ্যৈষ্ঠ প্রতিবেদক জাহিদ বিপ্লব, দৈনিক ইত্তেফাকের শামসুদ্দিন আহমেদ, বাংলাদেশ প্রতিদিনের শফিকুল ইসলাম সোহাগ, রাইজিংবিডির জ্যৈষ্ঠ প্রতিবেদক নইমুদ্দি আহমেদ, জাতীয় প্রেস ক্লাবের সহসভাপতি আজিজুল ইসলাম ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক স্বপন সাহা, সাংবাদিক আতাউর রহমান, রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক গাউসুল আজম বিপু, ঢাকা সাব এডিটর কাউন্সিলের পক্ষ থেকে সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক মোশাররফ হোসেন, জাতীয় পার্টি (জাফর) এর মহাসচিব মোস্তফা জামাল হায়দার, প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, সাবেক ডেপুর্টি মেয়র খালেকুজ্জামান চৌধুরী, যুগ্ম মহাসচিব এস এম শামীম, কেন্দ্রীয় নেতা গোলাম মোস্তফা, হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ এর প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরশেদ।


ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রুবেল, দফতর সম্পাদক মাহবুবুর রহমান খসরু, যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সদস্য কাজী ইব্রাহিম খলিল মারফ, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি হাজী আব্দুল জলিল, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন গনি মিয়া বাবুল, জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহ ইমরান রিপন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা, ইর্স্টান ইউনিভার্সির পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ ইমতিয়াজ, ঢাকা জেলা পরিষদের প্রধান প্রকৌশরী সিরাজুল ইসলাম, বাংলাদেশ ইউনিভাসিটির অব প্রফেসনাল এর উপ পরিচালক (জনসংযোগ), বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মো. কিবরিয়া, মোবাইল ফোন ইলেকট্রনিক্স জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে বাতেন বিপ্লব, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের শ্যামপুর থানা সাধারণ সম্পাদক ডিকে সমির। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ পরিচালক ফয়জুল করিম মনির, ডেপুর্টি ইঞ্জিনিয়ার মো. মামুন, মিনিস্টার হাইটেক পার্ক ও মাই ওয়ান ইলেক্ট্রনিক্স এর পক্ষ থেকে ব্র্যান্ড ম্যানেজার কেএমজি কিবরিয়া, রানার গ্রুপের পক্ষ থেকে সহব্যবস্থাপক ওয়াহিদ মুরাদসহ বিপুলসংখ্যক গণ্যমান্য ব্যাক্তিবর্গ সম্পাদক বেলায়েত হোসেনকে প্রতিষ্ঠাবার্ষিকীর ফুলেল শুভেচ্ছা জানান।


বিবার্তা/বিপ্লব/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com