শিরোনাম
গণমাধ্যমকর্মীদের কল্যাণে তথ্য মন্ত্রণালয় অগ্রণী ভূমিকা রাখবে
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৭, ২২:৩৪
গণমাধ্যমকর্মীদের কল্যাণে তথ্য মন্ত্রণালয় অগ্রণী ভূমিকা রাখবে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণমাধ্যমকর্মীদের কল্যাণে তথ্য মন্ত্রণালয় সব সময় অগ্রণী ভূমিকা পালন অব্যাহত রাখবে।


বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তার সাথে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।


ফোরামের নতুন সভাপতি দৈনিক ইত্তেফাকের বিশেষ সংবাদদাতা শ্যামল সরকারের নেতৃত্বে পরিষদ নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন। এ সময় প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী উপস্থিত ছিলেন।


বিএসআরএফ সভাপতি উত্থাপিত ক্রোড়পত্র ও তথ্য অধিদফতরের সাংবাদিক পরিচয়পত্র প্রদান এবং সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রের উন্নয়ন বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের সুনজর দাবি করেন।


প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী নতুন পরিষদকে অভিনন্দন জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।


বিএসআরএফ এর সাধারণ সম্পাদক মাছরাঙা টেলিভিশন প্রতিনিধি মহসিন আশরাফসহ অন্যান্য নেতৃবৃন্দ এ উপস্থিত ছিলেন।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com