
আশির দশকে নাসির উদ্দীন ইউসুফের নির্দেশনায় ঢাকার মঞ্চে দারুণ সাড়া ফেলে ‘শকুন্তলা’। দলের ৫০ বছর পূর্তির অংশ হিসেবে নতুন করে এবার শহীদুজ্জামান সেলিমের নির্দেশনায় যুক্তরাষ্ট্রের মঞ্চে আসছে নাটকটি।
তবে এটি আসবে যুক্তরাষ্ট্রের ডালাস বাংলা গ্রুপ থিয়েটারের ব্যানারে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের নাট্যশিল্পীরা এতে অভিনয় করবেন। যুক্তরাষ্ট্রের ডালাস অঙ্গরাজ্যের অস্টিন, হিউস্টনসহ তিনটি শহরে প্রদর্শিত হবে নাটকটি।
এর আগে ১৯৯৫ সালের দিকে জাহাঙ্গীরনগর থিয়েটারের হয়ে নাটকটির নির্দেশনা দিয়েছিলেন সেলিম।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের অস্টিনে ২২ জুন, হিউস্টন শহরে ২৯ জুন এবং ডালাসে ৭, ১২ ও ১৩ জুলাই নাটকটি প্রদর্শিত হবে।
এ ব্যাপারে শহীদুজ্জামান সেলিম বলেন, ‘ঢাকা থিয়েটারের অনুমতি নিয়েই ডালাস বাংলা গ্রুপ থিয়েটারের ব্যানারে কাজটি হচ্ছে। ঢাকা থিয়েটার সব দিক থেকেই সহযোগিতা করছে তাদের। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরের নাট্যকর্মীরা এতে অভিনয় করবেন। প্রায় ছয় মাস অনলাইনে নাটকটির রিহার্সাল করিয়েছি।’
গত বুধবার যুক্তরাষ্ট্রে গেছেন সেলিম। সেখানে টানা ২০ দিন রিহার্সাল করাবেন তিনি।
আশির দশকে যখন মঞ্চে আসে, তখন নাটকটির পর্ণের চরিত্রটি করেছিলেন শহীদুজ্জামান সেলিম। নির্দেশনার পাশাপাশি এবার করছেন তক্ষকের চরিত্রটি। নাটকটির নির্দেশনার ব্যাপারে এই অভিনেতা-নির্দেশক বলেন, ‘সেই প্রথম মঞ্চে আসার সময় থেকেই আমি নাটকটির সঙ্গে যুক্ত। অভিনয় করেছি। একসময় আবার জাহাঙ্গীরনগর থিয়েটারের হয়ে নির্দেশনাও দিয়েছি এই নাটক। আগে থেকেই নাটকটির ব্যাপারে একটা অভিজ্ঞতা আছে। ফলে কাজটি উপযুক্তভাবে তুলে আনতে খুব একটা বেগ পেতে হবে বলে মনে করছি না।’
যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে শহীদুজ্জামান সেলিম জানান, ঢাকা থিয়েটারের ৫০ বছর পূর্তির অংশ হিসেবেই এই নাটক। তিনি বলেন, বছরব্যাপী এই পূর্তি অনুষ্ঠান চলছে। ২০২৩ সালের ২৯ জুলাই প্রাচ্য নাটকটি মঞ্চস্থ করার মধ্য দিয়ে এর উদ্যাপন শুরু হয়েছে। চলতি বছরের ২৯ জুলাই শেষ হবে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]