সিরাজগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০০:৩৩
সিরাজগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিরাজগঞ্জে সদর থানা এলাকা অভিযান চালিয়ে ১০৫ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করে র‌্যাব-১২ সদস্যরা সাথে ০২টি মোটরসাইকেল জব্দ করা হয়।


শুক্রবার (১ আগস্ট) দুপুর ১টার দিকে সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন রায়পুর (০১নং মিলগেট) সাকিনস্থ জয় গুরু কফি হাউজের সামনে মুসলিম ফার্নিচার হাউজের বিপরীত পার্শ্বে পাকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক পরিবহন কালে ১০৫ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা। এসময় তাদের সাথে থাকা মাদকদ্রব্য ফেন্সিডিল পরিবহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৪টি মোবাইল ফোন, নগদ ৬,৪৮০/- টাকা ও ০২টি মোটরসাইকেল জব্দ করে র‌্যাব সদস্যরা।


গ্রেফতারকৃত আসামিরা হলো , চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার, লক্ষীপুর গ্রামের, একাবর আলী ছেলে নবাব চৌধুরী (২৫)ও মোবারকপুর গ্রামের মৃত সেন্টু রহমানের ছেলে সেলিম রেজা (৩৫)


র‌্যাব-১২ এর অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার, সদর কোম্পানির দীপংকর ঘোষের এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।


আটককৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


বিবার্তা/কাইয়ুম/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com