
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত অভিভাবক রজনী ইসলামের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ বিমানবাহিনীর প্রতিনিধি দল।
শুক্রবার (১ আগস্ট) জুমার নামাজ শেষে দুপুর ২টায় বাংলাদেশ বিমানবাহিনী প্রধানের পক্ষ থেকে বিমানবাহিনীর একটি প্রতিনিধি দল কুষ্টিয়ার দৌলতপুরের হোগলবাড়িয়া ইউনিয়নের সাদীপুর গ্রামে নিহত রজনী ইসলামের বাড়িতে যান।
এসময় প্রতিনিধি দলটি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের সবার প্রতি সমবেদনা জানান। পরে যশোর বিমান ঘাঁটির উইং কমান্ডার কামরুল হাসান বারীর নেতৃত্বে প্রতিনিধি দলটি রজনী ইসলামের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তাঁর আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
নিহত রজনী সাদীপুর গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী। তিনি রাজধানীর উত্তরায় পরিবারসহ বসবাস করতেন। তাদের দুই ছেলে ও এক মেয়ে। দুর্ঘটনার দিন স্কুল শেষে মেয়ে ঝুমঝুম ইসলামকে আনতে গিয়ে বিধ্বস্ত বিমানের লোহার টুকরোয় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন রজনী ইসলাম। মেয়ে ঝুমঝুম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। দুর্ঘটনার আগে স্কুল ছুটি হওয়ায় সে বাইরে নিজেদের প্রাইভেট গাড়ির কাছে অবস্থান করায় প্রাণে বেঁচে যায়। ছোট ছেলে এস এম রোহান একই প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। সেদিন অসুস্থ থাকায় স্কুলে যাওয়া হয়নি রোহানের। বড় ছেলে এস এম রুবাই ঢাকার একটি কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। নিহত রজনী ইসলাম মেহেরপুর জেলার গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদের মেয়ে।
রজনীর স্বামী জহুরুল ইসলাম বলেন, বিমানবাহিনী প্রধানের পক্ষ থেকে যশোর বিমান ঘাঁটির প্রতিনিধি দল এসে
আমাদের পরিবারের খোঁজখবর নিয়েছেন। পরে আমার স্ত্রীর কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করে সম্মান জানিয়েছেন। আমরা পরিবারের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেইসাথে আমার স্ত্রীর জন্য সবার কাছে দোয়া কামনা করছি।
এ বিষয়ে বাংলাদেশ বিমানবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমে আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও বাংলাদেশ বিমানবাহিনী প্রধানের পক্ষ থেকে মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত অভিভাবক রজনী ইসলামের কবরে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়ার আয়োজন করার কথা জানিয়েছেন প্রতিনিধি দলের প্রধান যশোর বিমান ঘাঁটির উইং কমান্ডার কামরুল হাসান বারী।
সেসময় ঘটনাস্থলে উপস্থিত দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল হাই সিদ্দিকী জানান, বিমান দুর্ঘটনায় নিহত রজনীর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রতিনিধি দলের সদস্যরা।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি এবং দৌলতপুর থানার ওসি মো. সোলায়মান শেখ উপস্থিত থেকে তাদের সার্বিক সহযোগিতা করেছি।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]