
জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত। আগামী ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার।
শনিবার (২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রেস উইং।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী ৫আগস্ট (মঙ্গলবার) বিকেল ৫ টায় গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে।
উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা প্রথার বিরুদ্ধে যে আন্দোলনের সূত্রাপাত হয়েছে সেখান থেকে গণঅভ্যুত্থানে রূপ নেয় আন্দোলন। সহস্রাধিক শহীদের রক্তের বিনিময়ে অভ্যুত্থান সফল করে আসিফ-নাহিদরা। তাদের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে লাখ লাখ জনতা ঢাকার রাজপথে নেমে যায়। এক পর্যায়ে সামরিক বাহিনীর হেলিকপ্টার করে দেশ ছাড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ঐতিহাসিক ৫ আগস্টে এবার ঘোষণা হবে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]