
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।
শনিবার (২ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাকে দুর্ঘটনার কারন ও নিহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে কক্সবাজার শহরের বাইপাস সংলগ্ন রেলক্রসিংয়ে একটি সিএনজি অটোরিকশা পার হওয়ার সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই চারজন যাত্রী নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ।
চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার শাকিলা সুলতানা বলেন, আমরা এখন পর্যন্ত চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। আহত আরেকজনের অবস্থাও আশঙ্কাজনক।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]