
মোংলা-রামপাল বাগেরহাট সংসদীয় আসন-৩ পুনর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা পৌর শাখা।
শনিবার (২ আগস্ট) সকাল ১১ টায় মোংলা পৌর মার্কেট চত্বরে মোংলা-রামপাল বাগেরহাট-৩ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় মোংলা পৌর নায়েব আমীর মাওলানা মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হোসেন, উপজেলা আমির মাওলানা আবু হানিফ, মাওলানা আ. রহমান সহ নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বাগেরহাটে চারটি আসন থেকে একটি আসন কমানোর ষড়যন্ত্র আমরা মেনে নেব না। মোংলা দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর। এটা একটি অর্থনৈতিক জোন, এখানে রয়েছে সুন্দরবন। সেই জায়গাটাকে দুর্বল করার জন্য একটি ষড়যন্ত্র চলছে। আমরা এই অন্যায় মেনে নেব না। মোংলা-রামপাল বাগেরহাট সংসদীয় আসন-৩ পুনর্বহালের দাবি জানাচ্ছি। এই দাবি না মানা হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে।
বিবার্তা/জাহিদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]