আখাউড়া স্থলবন্দরে ব্যবসায়ীদের সমস্যার কথা শুনলেন দিল্লীতে নিযুক্ত হাইকমিশনার
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ২৩:২০
আখাউড়া স্থলবন্দরে ব্যবসায়ীদের সমস্যার কথা শুনলেন দিল্লীতে নিযুক্ত হাইকমিশনার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ব্যবসায়ীদের সমস্যার কথা শুনেলেন দিল্লীতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ।


শুক্রবার (১ আগস্ট) বিকেলে আখাউড়া স্থলবন্দর দিয়ে তিনি ভারতে যাওয়ার সময় ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।


আখাউড়া স্থলবন্দরে দিল্লীর হাইকমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে স্বাগত জানাতে উপস্থিত হন, আগরতলায় নিয়োজিত বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ।


একাধিক সূত্র জানায়, রিয়াজ হামিদুল্লাহ বিকেলে ঢাকা থেকে আখাউড়া আসেন। তিনি আখাউড়া স্থলবন্দর, কাস্টমস ও ইমিগ্রেশন এলাকা ঘুরে দেখেন। পরে তিনি বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এসময় ব্যবসায়ীরা স্হলবন্দর দিয়ে চলমান সমস্যার কথা তাকে অবহিত করেন।


উপস্থিত ছিলেন, আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জি এম রাশেদুল ইসলাম, আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন, স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান, স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নেসার ভূঁইয়া, মাছ আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফারুক প্রমুখ।


পরে দিল্লীতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এ স্হলবন্দর দিয়ে আগরতলায় যান। সেখান থেকে বিমানে করে তাঁর দিল্লীতে যাওয়ার কথা রয়েছে।


ব্যবসায়ী ফারুক মিয়া বলেন, ‘এ বন্দর দিয়ে ব্যবসা পরিচলানায় আমাদের সমস্যার কথা শুনে তিনি আলোচনার কথা জানিয়েছেন। তবে ব্যবসায়ীদের জন্য ভিসা চালুর বিষয়ে তিনি সুস্পষ্ট কোনো জবাব দেননি। তিনি বিষয়টি দু'দেশের ব্যাপার বলে উল্লেখ করেছেন।’


ব্যবসায়ী নেসার ভূঁইয়া বলেন, ‘আমরা বিভিন্ন ব্যবসা সমস্যার কথা উত্থাপন করেছি। বিশেষ করে সব ধরনের পণ্য আমদানি-রফতানি করার বিষয়ে কথা হয়েছে। এ বিষয়ে উদ্যোগ নেয়ার কথা তিনি জানিয়েছেন। তবে ব্যবসায়ীদের জন্য ভিসা চালুর বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।


বিবার্তা/আকঞ্জি/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com