
জুলাই হত্যার বিচার ও জুলাই সনদ ঘোষণার দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা।
শনিবার (২ আগস্ট) বিকেলে পঞ্চগড়ের ব্যারিস্টার বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে গিয়ে এসে শেষ হয়।
সেখানে পথসভায় বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি আবুল বাশার বসুনিয়া, তোফায়েল প্রধান, জুলফিকার রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি, শহীদ আবু ছায়েদের ছেলে মামুন ইসলাম ও জেলা ছাত্র শিবিরের সভাপতি রাশেদ ইসলাম।
এ সময় বক্তারা জানান, গণঅভ্যুত্থানের এক বছর হতে চললেও জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান কোন বিচার দেখা যাচ্ছে না। অবিলম্বে হাসিনাকে দেশে এনে ফাঁসির দাবি জানান তারা। একই সাথে জুলাই সনদ ঘোষণার দাবি করেন তারা।
বিবার্তা/গোফরান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]