
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের পদ্মা নদী থেকে অ্যাসিডে ঝলসে দেওয়া অবস্থায় সফিকুল ইসলাম সফিক (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২ আগস্ট) দুপুরে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বাতাসি মোড় এলাকার পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সফিকুল ইসলাম শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর হঠাৎপাড়া গ্রামের বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা সেরাজুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, মরদেহ উদ্ধারের বিষয়টি শিবগঞ্জ থানা পুলিশকে জানানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।
নিহতের ভগ্নিপতি ও মনাকষা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সামির উদ্দিন জানান, সফিকুল ইসলাম গত বৃহস্পতিবার গরু আনার উদ্দেশ্যে ভারতের দিকে গিয়েছিলেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার পদ্মা নদীতে মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন। মরদেহে অ্যাসিডে ঝলসানোর স্পষ্ট চিহ্ন ছিল বলেও তিনি জানান।
এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বর্তমানে হত্যা কৌশলে পরিবর্তন এনেছে। তারা নির্যাতনের পর মরদেহ নদীতে ফেলে দিচ্ছে, যাতে শনাক্ত করা কঠিন হয়। এর আগে গত সোমবার মনোহরপুর সীমান্ত দিয়ে গরু নিয়ে দেশে ফেরার পথে বিএসএফ সদস্যদের হাতে আটক হন পাঁকা ইউনিয়নের দশরশিয়া গ্রামের বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের ছেলে সৈয়বুর আলী। পরে নৃশংসভাবে হত্যা করা হয় তাঁকে। সেই ঘটনায় তাঁর সঙ্গী রুহুল আলী এখনও নিখোঁজ রয়েছেন।
বিবার্তা/লিটন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]