গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের আজকের অনুষ্ঠানসূচি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০৯:৫৫
গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের আজকের অনুষ্ঠানসূচি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রতিবারের মতো এবারও দুই দেশের শিল্পীদের পারস্পারিক সংস্কৃতির অভিজ্ঞতা বিনিময় ও জনগণের আত্মার ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করতে ৬ থেকে ১৭ অক্টোবর ১২ দিনব্যাপী গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব ২০২৩ এর আয়োজন করেছে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব পর্ষদ।


আজ রবিবার (১৫ অক্টোবর) যথারীতি তিনটি নাটক মঞ্চস্থ হবে। দর্শনীর বিনিময়ে নাটকগুলো দেখা যাবে। উন্মুক্ত মঞ্চের অনুষ্ঠান শুরু হবে বিকাল ৪টায়। উন্মুক্ত মঞ্চে শিশু সংগঠন অচিন পাখি দলীয় সঙ্গীত পরিবেশন করবে , দলীয় সঙ্গীত পরিবেশন করবে ভিন্নধারা ও পদাতিক সংগীত সংসদ, দলীয় আবৃত্তি পরিবেশন করবে আবৃত্তি একাডেমি ও বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, দলীয় নৃত্য পরিবেশন করবে জিনিয়া নৃত্যকলা একাডেমি, পথনাটক পরিবেশন করবে বাংলা খেয়ালী নাট্যগোষ্ঠী।


জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনিক (ভারত) প্রযোজনায় মঞ্চস্থ হবে ব্রাহ্মণ। এর গল্প লিখেছেন দিবেন্দু পালিত। নাট্যরূপ দিয়েছেন রজত ঘোষ। নির্দেশনা দিয়েছেন অরূপ রায়।


এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে হৃৎমঞ্চ। এটি প্রযোজনা করেছে হ্যাপি ডেজ। রচনা: স্যামুয়েল বেকেট, অনুবাদ করেছেন কবীর চৌধুরী। নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা।


স্টুডিও থিয়েটার হলে সৌখিন থিয়েটার প্রযোজনায় মঞ্চস্থ হবে অন্তরালের আয়না। রচনা করেছেন দারিও ফো। নির্দেশনা দিয়েছেন হামিদুর রহমান পাপ্পু।


বাংলাদেশ মহিলা সমিতিতে দৃশ্যপট প্রযোজনায় মঞ্চস্থ হবে সক্রেটিসের জবানবন্দি। রচনা করেছেন শিশিরকুমার দাশ। নির্দেশনা দিয়েছেন আলী মাহমুদ।


জাতীয় সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি মিলনায়তনে পঞ্চভাস্কর এর প্রযোজনায় গীতিআলেখ্য মানুষ ভজলে সোনার মানুষ হবি ও স্রোত আবৃত্তি সংসদের প্রযোজনা- আবৃত্তি আমরা তোমাদের ভুলবো না পরিবেশিত হবে।


এদিকে, শনিবার (১৪ অক্টোবর) উন্মুক্ত মঞ্চের অনুষ্ঠান শুরু হয় বিকাল ৪টায়। উন্মুক্ত মঞ্চে শিশু সংগঠন দনিয়া সবুজ কুঁড়ি কচি-কাঁচার মেলা পরিবেশনা করেছে। দলীয় সঙ্গীত পরিবেশন করেছে সুরসাগর ললিতকলা একাডেমি, রংধনু ও ক্রান্তি শিল্পীগোষ্ঠী। দলীয় আবৃত্তি পরিবেশন করেছে ত্রিলোক বাচিক পাঠশালা ও শ্রুতিঘর। দলীয় নৃত্য পরিবেশন করেছে নৃত্যাক্ষ। পথনাটক পরিবেশন করেছে মানস নাট্যাঙ্গন।


এদিন, এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে শব্দ নাট্যচর্চা কেন্দ্র'র প্রযোজনায় পীরচানের পালা মঞ্চস্থ হয়েছে। এটি রচনা করেছেন সৈয়দ শামসুল হক। নির্দেশনা দিয়েছেন খোরশেদুল আলম।


স্টুডিও থিয়েটার হলে অনিক (ভারত) প্রযোজনা- ভালোবাসা নাটকটি মঞ্চস্থ হয়েছে। এটি রচনা করেছেন সুদীপ্ত ভৌমিক। নির্দেশনা দিয়েছেন অরূপ রায়।


বাংলাদেশ মহিলা সমিতিতে সময় প্রযোজনায় ভাগের মানুষ নাটকটি মঞ্চস্থ হয়েছে। নাটক লিখেছেন মান্নান হীরা। নির্দেশনা দিয়েছেন আলী যাকের।


উল্লেখ্য, এদিন বাফা প্রযোজনায় নকশী কাঁথার মাঠ মঞ্চস্থ হওয়ার কথা থাকলেও সেটি মঞ্চস্থ হয়নি। এটি ১৭ অক্টোবর একইসময়ে মঞ্চস্থ হবে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com