নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষ্যে আর্ট ক্যাম্প
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ০১:৫৬
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষ্যে আর্ট ক্যাম্প
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষ্যে চিত্রশিল্পীদের অংশগ্রহণে আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে নড়াইলসহ দেশের বিভিন্ন জেলা থেকে ৩৫ জন চিত্রশিল্পী এ আর্ট ক্যাম্পে অংশগ্রহণ করেন।


শুক্রবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশনের সহযোগিতায় এবং সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের আয়োজনে আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।


বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ১৫ এপ্রিল থেকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী সুলতান মেলা। মেলা চলবে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত।


সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ে আর্ট ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার শীল, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলুসহ চিত্রশিল্পীরা।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com