গাজায় তিনজনে একজন না খেয়ে দিন কাটাচ্ছেন
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১৯:৫৯
ফিলিস্তিনের গাজায় তিনজনে একজন দিনে না খেয়ে থাকেন বলে জানিয়েছ ডব্লিউএফপি। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানায়, তারা গাজা উপত্যকায় খাদ্য সরবরাহ শুরু করেছে। কিন্তু সেগুলো যথেষ্ট নয়। সংস্থাটি মধ্যাঞ্চল, উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে প্রতিদিন কমপক্ষে ১০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।
এক বিবৃতিতে ডব্লিউএফপি জানায়, গত ২১ মে যখন সীমান্ত ক্রসিংগুলো সীমিত সংখ্যক ত্রাণ পাঠাতে পুনরায় খুলে দেওয়া হয়, তখন ডব্লিউএফপির টিম বেশ কয়েকটি ত্রাণের বহর পাঠাতে সক্ষম হয়। কিন্তু এ সত্ত্বেও যে পরিমাণ ত্রাণ এ পর্যন্ত পাঠানো হয়েছে, তা ২০ লাখের বেশি মানুষের জীবন ধারনের জন্য যৎসামান্য।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ডব্লিউএফপির সাম্প্রতিক এক হিসাবে দেখা গেছে যে, প্রতি তিনজনের প্রায় একজন একটানা না খেয়ে থাকছেন। ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশনের (আইপিসি) সাম্প্রতিক এক প্রতিবেদন ইঙ্গিত করে যে, সংঘাত অব্যাহত থাকলে এবং মানবিক সাহায্যকারী সংস্থাগুলো প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ করতে না পারলে দুর্ভিক্ষের উচ্চ ঝুঁকি রয়েছে।
এতে বলা হয়, প্রায় চার লাখ ৭০ হাজারের মতো মানুষ এ বছরের মার্চ এবং সেপ্টেম্বরের মধ্যে ভয়াবহ দুর্ভিক্ষের মুখোমুখি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে আরও বলা হয়, যুদ্ধ শুরু আগের চেয়ে বর্তমানে রুটি তৈরির আটার মূল্য তিন হাজার গুণ বেশি এবং রান্নার তেল অপর্যাপ্ত।–আলজাজিরা অবলম্বনে
বিবার্তা/এএইচকে