রোহিঙ্গাদের ফেরাতে কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলন শুরু আজ
যোগ দেবেন প্রধান উপদেষ্টা
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০৮:২০
রোহিঙ্গাদের ফেরাতে কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলন শুরু আজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা আট বছরেও নিজ দেশ মিয়ানমারে ফিরতে পারেনি। উল্টো তাদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। এদিকে রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ এখন আরাকান আর্মির হাতে, যা প্রত্যাবাসনের পথ আরও কঠিন করে তুলেছে। এমন পরিস্থিতিতে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দিকে বিশ্ববাসীর দৃষ্টি ফেরাতে আজ (২৪ আগস্ট) কক্সবাজারে শুরু হচ্ছে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন।


বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য তহবিল বাড়াতে এবং তাদের ফেরানোর চেষ্টা হিসেবে আজ ‘অংশীজন সংলাপ: রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলনে আলোচনার জন্য প্রাপ্ত বার্তা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে। সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ কয়েক দেশের পররাষ্ট্রমন্ত্রী, রোহিঙ্গাবিষয়ক কয়েক আন্তর্জাতিক দূত, বিদেশে বাংলাদেশ মিশন এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে। তারা রোহিঙ্গাদের কথা শুনবেন। নিজেদের সমস্যার কথা তুলে ধরবেন জাতিগত নিধনের শিকার রাখাইনের এ জনগোষ্ঠী।


কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশের আট বছর পূর্তি উপলক্ষে রবিবার উখিয়া উপজেলার ইনানী এলাকায় হোটেল বে-ওয়াচে সম্মেলন শুরু হবে। আজ সোমবার প্রধান অতিথি হিসেবে সম্মেলনে যোগ দেবেন ড. মুহাম্মদ ইউনূস।


মিয়ানমার সেনাবাহিনীর হাত থেকে বাঁচতে ২০১৭ সালের ২৫ আগস্ট বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল নামে। এরপর প্রায় আট বছর পেরিয়ে গেছে। এখনও চোরাই পথে রোহিঙ্গারা বিভিন্ন সময়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকছে। বর্তমানে বাস্তুচ্যুত রোহিঙ্গার সংখ্যা ১৪ লাখের বেশি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com