
বহিরাগত একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে বান্দরবান জেলার লামা পৌরসভা এলাকার চেয়ারম্যান পাড়ার বাসিন্দা মো. আনোয়ার হোসেন ও তার স্ত্রী নুর জাহান বেগম’র ৪০ বছরের ভোগ দখলীয় জায়গা জবর দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও, জমি জবর দখল করতে না পেরে অভিযুক্তরা আনোয়ার হোসেন দম্পত্তির ছেলে মো. নাজিম উদ্দিন ও তোফাজ্জল হোসেনসহ পরিবারের অন্য সদস্যদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করছেন বলেও দাবি করা হয়।
উল্লেখিত অভিযুক্তরা হলেন- কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মানিকপুর ইউনিয়নের বাসিন্দা মো. আরাফাত ও তার ভাই মো. জাফর আলম।
শুক্রবার সন্ধ্যায় লামা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আনোয়ার হোসেনের ছেলে নাজিম উদ্দিন, তোফাজ্জল হোসেন ও নুরুল ইসলাম মিলন প্রমুখ উপস্থিত ছিলেন। পৈত্রিক সম্পত্তি রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা করেন ভুক্তভোগী তোফাজ্জল হোসেনরা।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে ভুক্তভোগী তোফাজ্জল হোসেন উল্লেখ করে বলেন, ১৯৮০-৮১ সালে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২৮৪নং ইয়াংছা মৌজায় আনোয়ার হোসেন আর/৩২৫ মূলে ৫ একর ও মা নুর জাহান আর/৩১৪নং হোল্ডিং মূলে ৫ একর জায়গা বন্দোবস্তি পায়। আনোয়ার হোসেন জীবিত থাকাবস্থায় বন্দোবস্তিকৃত জায়গায় ফলদ বনজ গাছের বাগানসহ খামার ঘর সৃজন করে ভোগ করেছেন। ২০২৪ সালে আনোয়ার হোসেন মারা যাওয়ার পর এতদিন ওয়ারিশরা জায়গা ভোগ করে আসছিলাম। আনোয়ার হোসেনের তৈরি করা খামার ঘর নষ্ট হয়ে যাওয়ায় গত বছরের নভেম্বর মাসে ওয়ারিশরা আরও একটি খামার ঘর তৈরি এবং বাগানের আগাছা পরিস্কার করেন। গেল কোরবানির ঈদের সময় সপ্তাহ খানেক তোফাজ্জল হোসেনরা খামার বাড়িতে যেতে পারিনি। এই সুবাদে গত ২ জুন রাতের আঁধারে তোফাজ্জল হোসেনদের নির্মিত ঘরটি মো. আরাফাত ও তার ভাই জাফর আলমসহ অজ্ঞাত নামা বহিরাগত ব্যক্তিরা ভেঙ্গে ফেলে। এ সময় অভিযুক্তরা বাগানের ২০-২৫ টি গাছও কেটে নিয়ে যায়। এরপর অভিযুক্তরা আনোয়ার হোসেনের ওয়ারিশদের অবর্তমানে বাগানসহ জায়গা দখল চেষ্টায় লিপ্ত হয়ে পড়েন। জায়গা জবর দখলে বাধা দিলে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানিসহ নানা হুমকি ধমকি অব্যাহত রাখেন অভিযুক্ত আরাফাতরা।
তোফাজ্জল হোসেন লিখিত বক্তব্যে আরো উল্লেখ করে জানান, গত ২৫ জুন জাফর আলম’র ভাই মো. আরাফাত (৩০) বাদী হয়ে আর/৩৫৭ নং হোল্ডিং এর একটি বায়নানামা উপস্থাপন করে বিজ্ঞ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪/১৪৫ ধারা মোতাবেক ও ১ জুলাই মিথ্যা অভিযোগ সাজিয়ে আনোয়ার হোসেনের ওয়ারিশ তোফাজ্জল হোসেন, নাজিম উদ্দিন ও খামারের কর্মচারীসহ ৫ জনকে বিবাদী করে বিজ্ঞ উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আরও একটি মামলা করেন।
তোফাজ্জল হোসেন আরও বলেন, পৈত্রিক সম্পত্তি রক্ষায় গত ১ জুলাই বিজ্ঞ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪/১৪৫ ধারা মতে নিষেধাজ্ঞা চেয়ে তোফাজ্জল হোসেন বাদী হয়ে ফৌজদারী অভিযোগ করেন। বহিরাগত আরাফাত কর্তৃক মিথ্যা মামলা ও জায়গা জবর দখল চেষ্টার হাত থেকে রেহাই চান আনোয়ার হোসেনের ওয়ারিশরা।
তবে সব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মো. আরাফাতরা বলেন, ২০১২ সালে সামশুল হক নামের এক ব্যক্তির কাছ থেকে জায়গা কিনে মাছের খামার করে ভোগ দখলে আছি। এতদিন তোফাজ্জল হোসেনদেরকে আমরা ওই জায়গায় দেখিনি। মাস খানেক আগে থেকে ওই জায়গার মালিকানা দাবি করে অযথা ঝামেলা করছেন তোফাজ্জল হোসেনরা।
বিবার্তা/আরমান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]