
নাটোরের সিংড়ায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৫ জুলাই, শনিবার বাদ যোহর সিংড়া হামিদিয়া জামিয়া মাদ্রাসায় এ মাহফিলের আয়োজন করে হেফাজতে ইসলাম সিংড়া উপজেলা শাখা।
উপজেলা সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া মাসুদের পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম নাটোর জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মাদানী।
এসময় উপস্থিত ছিলেন, নাটোর জেলা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মুফতি আব্দুল্লাহ আল ইমরান, সহকারী সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জিয়াউর রহমান, অর্থ সম্পাদক মুফতি রুহুল আমীন, দপ্তর সম্পাদক মুফতি সৈয়দ মোল্লা, সহ প্রচার সম্পাদক হাফেজ মিজানুর রহমান, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ প্রমূখ।
পরে রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের মাগফিরাত এবং দেশের সমৃদ্ধির কামনায় দোয়া পরিচালনা করেন।
বিবার্তা/রাজু/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]