আরও ৪০ বছর বাঁচতে চান দালাই লামা !
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১৬:৩০
আরও ৪০ বছর বাঁচতে চান দালাই লামা !
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

তিব্বতের আধ্যাত্মিক বৌদ্ধ ধর্মীয় গুরু দালাই লামা বলেছেন, তিনি আরও ৪০ বছর বাঁচবেন বলে আশা করছেন। তার ৯০তম জন্মদিনের প্রাক্কালে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।


দালাই লামা বলেছেন, তিনি ১৩০ বছর বয়স পর্যন্ত বেঁচে থাকবেন বলে আশা করছেন। শনিবার তার জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু কামনায় একটি প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করেন তার অনুসারীরা। সেখানেই এক বক্তব্যে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন। দালাই লামার উত্তরসূরি নিয়ে ইতোমধ্যে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। ঠিক এই সময়ে এমন মন্তব্য করলেন তিনি। আগামীকাল রবিবার (৬ জুলাই) তিব্বতের বৌদ্ধদের আধ্যাত্মিক এই ধর্মগুরু দালাই লামার ৯০তম জন্মদিন।


দালাই লামার দীর্ঘায়ু কামনায় আয়োজিত প্রার্থনা সভায় হাজার হাজার মানুষ অংশ নেন। এ সময় তারা নানা হর্ষধ্বনি করেন এবং ড্রাম বাজিয়ে আনন্দে মাতেন। এ সময় তিনি বলেন, “ আভালোকিতেশভরার (আধ্যত্মিক বৌদ্ধ রক্ষাকর্তা) অব্যাহত আশীর্বাদে যতটুক সম্ভব, আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি।”


বুদ্ধের শিক্ষার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, বৌদ্ধ ধর্ম ও জীবের আবেগের সেবায় আমি আরও ৩০ থেকে ৪০ বছর বেঁচে থাকার আশা করি।


এর আগে ডিসেম্বরে বার্তা সংস্থা রয়টার্সকে দালাই লামা বলেছিলেন যে তিনি ১১০ বছর বাঁচতে পারেন। দালাই লামা নিশ্চিত করেছেন যে, ‘অতীতের প্রথা’ অনুযায়ী তিনি তার উত্তরসূরি ঠিক করবেন।–আলজাজিরা অবলম্বনে


বিবার্তা/এএইচকে


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com