গোবিন্দগঞ্জে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক ৪
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১৫:৪৮
গোবিন্দগঞ্জে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক ৪
গাইবান্ধা (গোবিন্দগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের হীরকপাড়া এলাকায় বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও প্রযুক্তি সামগ্রীসহ ৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী।


শুক্রবার (৪ জুলাই) রাত ১০টার দিকে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।


এসময় আজাদের বসতবাড়ির পিছনের একটি স্থানে মাটি খুঁড়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।


আটককৃতরা হলেন – আজাদ, আসাদ, মোশাররফ ও ছোটন। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, তাদের বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।


গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে, ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র, একাধিক মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও একটি নকল পিস্তল। এসব সরঞ্জাম সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।


যৌথ বাহিনীর অভিযানে স্থানীয় জনগণ স্বস্তি প্রকাশ করেছেন এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত এমন অভিযান চালানোর দাবি জানিয়েছেন।


বিবার্তা/নূর আলম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com