ব্যালট পেপারে ভুল প্রতীক
কসবার কুটি ইউনিয়ন চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ২০:২৬
কসবার কুটি ইউনিয়ন চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ব্যালট পেপারে ভুল প্রতীক থাকায় মাঝপথে স্থগিত হয়েছে চেয়ারম্যান পদে নির্বাচন।


২৮ এপ্রিল, রবিবার দুপুরে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শাহরিয়ার মুক্তার ‏ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।


জানা যায়, কুটি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৩৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রবিবার সকাল ৮টা থেকে ১১টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। দুপুরের দিকে চেয়ারম্যান প্রার্থী ইউসুফ আহমেদ দেখতে পারেন ব্যালট পেপারে তার প্রতীক অটোরিকশার বদলে প্যাডেল চালিত তিন চাকার রিকশা প্রতীক দেওয়া হয়েছে।


এ নিয়ে তার ভোটাররা বিব্রত হচ্ছিলেন। দুপুর ১টার দিকে তিনি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বরাবর এ বিষয়ে লিখিত অভিযোগ জানান। অভিযোগের বিষয়টি রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনকে অবহিত করেন। পরে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত জানায় কমিশন।


এ বিষয়ে মুহাম্মদ শাহরিয়ার মুক্তার বলেন, ব্যালট পেপারে প্রতীক সংক্রান্ত সমস্যা হওয়ায় চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করেছে কমিশন। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিয়ে সবাইকে জানানো হবে।


কসবা উপজেলার এ ইউনিয়নে মোট ভোটার ৩৩ হাজার ৪৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ৭৭৬ জন এবং নারী ভোটার ১৫ হাজার ৬৫৯ জন।


বিবার্তা/আকঞ্জি/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com