
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস.এম সুলতানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নড়াইলে চলছে ১৫ দিনব্যাপি সুলতান মেলা-২০২৩।
২৬ এপ্রিল, শুক্রবার বিকালে সুলতান মঞ্চে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও এস.এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দুই শতাধিক শিশু প্রতিযোগী অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম এম আরাফত হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় দাস, এস. এম. সুলতান সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুর্খাজী সহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
এ মেলার পর্দা নামবে আগামী ২৯ এপ্রিল। বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সস্টিটিউটের যৌথ সিদ্ধান্তে এবার সুলতান স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের চিত্রশিল্পী নাসিম আহমেদ নাদভী।
জানা যায়, ১৯৭৪ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চারুকলা বিভাগের কার্যক্রম শুরুর ক্ষেত্রে তিনি অন্যতম ভূমিকা রাখনে। তিনি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। এছাড়া দেশ ও বিদেশে তার অসংখ্য একক ও যৌথ চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ১৯৭৬ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে বরেণ্য শিল্পী এস.এম সুলতানের যে একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল সেখানে তার সক্রিয় ভূমিকা ছিল।
বর্তমানে তিনি শিল্প চর্চার পাশাপাশি বাংলাদেশের শিল্প আন্দোলনের একজন পথিকৃৎ। মেলার সমাপনী দিনে গুণি এই চিত্রশিল্পীকে সুলতান স্বর্ণ পদক প্রদান করা হবে।
বিবার্তা/শরিফুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]