চে গুয়েভারা এবং জানা-অজানা কথা
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ১৪:৪৯
চে গুয়েভারা এবং জানা-অজানা কথা
শিল্প-সাহিত্য ডেস্ক
প্রিন্ট অ-অ+

আর্নেস্তো চে গুয়েভারা। আজ ( ১৪ জুন) এই মহান বিপ্লবীর জন্মদিন। ফিদেল কাস্ত্রোর সঙ্গে কিউবায় বিপ্লব সফল করার পর চে বেরিয়ে পড়েছিলেন মূলত বিপ্লবের নেশায়। আদতে তাঁর জীবন ছিল গল্পের মতো রোমাঞ্চকর।


চে গুয়েভারার যাঁর জন্ম হয়েছিল আর্জেন্টিনায়। যৌবনে প্রথমবারের মতো তিনি কিউবায় আসেন। কিউবাতে তখন বিদ্রোহ চলছিল। লোকটি ছিলেন চিকিৎসক। পরবর্তী সময়ে তিনি ফিদেল ও রাউল কাস্ত্রোর সবচেয়ে বিশ্বস্ত কমরেডে পরিণত হন।


৫০ বছর আগে একটি খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, আবার চে গুয়েভারার মৃত্যু হয়েছে এবং সত্যিই তাই ঘটেছে বলে মনে করে সবাই।


দুইবার সমাহিত হয়েছিলেন তিনি। কেন দুইবার সমাহিত করা হয়েছিল এই বিপ্লবীকে, সে ইতিহাস জানার আগে ফিরে তাকাতে হবে চে গুয়েভারার জীবনের দিকে, এবং মৃত্যুর দৃশ্যপটেও।


একটি গ্রাম্য স্কুলহাইজে বলিভিয়ান সৈন্যরা তাঁকে গুলি করার পরের দিন ‘নিউইয়র্ক টাইমস’-এ একটি নিবন্ধের তৃতীয় লাইনটি ছিল এমন, ‘৩৯ বছর বয়সী মি. গুয়েভারা এর আগেও মারা গিয়েছিলেন বা বন্দী হয়েছিলেন বলে জানা গিয়েছিল।’


তাঁকে নিয়ে সতর্ক হওয়ার জন্য ভবিষ্যদ্বাণী করা হয়েছিল। গুয়েভারার প্রতীকবাদ আরও শক্তিশালী হয়ে উঠেছিল এবং তিনি কিংবদন্তিতুল্য মূল্যায়ন পাচ্ছিলেন সবার কাছ থেকে। তাঁকে অনেকেই বামপন্থী আন্দোলনের প্রতীক হিসেবে স্বীকার না করে উল্টো তাঁকে ‘মার্কেটিং টুল’ বা ব্যবসার উপকরণ হিসেবে ব্যবহার করেছে। তাঁর মৃত্যুর পরে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন, কীভাবে বামপন্থী আন্দোলন বুর্জোয়াদের জন্য কাজ করে।


টাইমস রিপোর্ট অনুয়ায়ী, ১৯৫৯ সালের জানুয়ারিতে বিদ্রোহ যখন শেষ পর্যায়ে এবং যখন প্রেসিডেন্ট ফুলগেনসিও বাতিস্তা পালিয়েছেন, তখন গুয়েভারার নেতৃত্বে বিদ্রোহীরা হাভানায় প্রবেশ করে। সে সময় মাত্রই তাঁর ভাঙা বাহু ঠিক হয়েছে। তবে চূড়ান্ত যুদ্ধে অবশ্য তিনি নেতৃত্ব দিতে পারেননি।


১৯৬৫ সালে অক্টোবরে ফিদেল কাস্ত্রোর চিন্তাভাবনা বেড়ে যায়: গুয়েভারা আরও রহস্যময় হয়ে গিয়েছিলেন এবং কিউবা ছেড়েছিলেন। কাস্ত্রোর কথা অনুয়ায়ী, একটি চিঠি তিনি পেয়েছিলেন গুয়েভারার কাছ থেকে। এরপর সেই চিঠি তিনি উচ্চ স্বরে পাঠ করলেন: ‘কিউবার বিদ্রোহ আমাকে যে কাজ দিয়েছিল, আমার মনে হচ্ছে তা শেষ করতে পেরেছি। আমি আপনাকে বিদায় জানাই।’


ফিদেল আরও পাঠ করলেন, ‘অন্যান্য জাতিকে এখন সাহায্য করার সময় হয়ে গেছে এবং অবশ্যই আপনাকে ছাড়তেই হবে।’


সেই সব জাতির মধ্যে অন্যতম কঙ্গো। যেখানে ছয় মাসের বিদ্রোহ ব্যর্থ হয়েছিল। এবং তারপর বলিভিয়া, যেখানে তিনি সৈন্যদের থেকে পালিয়ে ছিলেন এবং তাদের সাহায্য করছিল সিআইএ।


গুয়েভারাকে বন্দি করে খুব অল্প সময়ের মধ্যেই তাঁকে হত্যা করা হয়। এই সত্যের কাছাকাছি পৌঁছাতে বেশ কয়েক দিন লেগেছিল। ‘দ্য টাইমস’-এর প্রথম পাতায় একটি নিবন্ধে বলা হয়েছে, বলিভিয়ার সেনাবাহিনী প্রথমে ঘোষণা করেছিল যে তিনি সংঘর্ষে মারা গেছেন এবং তিনি স্বীকার করেছেন যে তিনি বলিভিয়ায় সাত মাসের গেরিলা প্রচারণা চালিয়েছেন এবং তাতে ব্যর্থ হয়েছেন।


পরের দিন তাঁর মৃত্যুর কারণ আরও স্পষ্ট হয়ে গেল, ‘টাইমস’ জানিয়েছে, ‘আজ একটি মেডিকেল প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে রোবার আর্নেস্তো চে গুয়েভারা দক্ষিণ-পূর্ব জঙ্গলে ধরা পড়ার কমপক্ষে ২৪ ঘণ্টা পরে খুন হন।’


এরপর তাঁর মরদেহ নিয়েও রহস্যময় ঘটনা ঘটে। তাঁকে গোপনে একটি গণকবরে সমাধিস্থ করা হয়েছিল। (পরিচয় প্রমাণ করার উদ্দেশ্যে তাঁর হাত কেটে ফর্মালডিহাইড দিয়ে সংরক্ষণ করা হয়েছিল।)


৩০ বছর পর, জন লি অ্যান্ডারসন যখন গুয়েভারার জীবনী লেখবেন বলে ঠিক করলেন, তাঁর কবরটি কোথায় সেটা জানা জরুরি হয়ে যায়। তখনই খুঁজে বের করা হয় তাঁর কবর এবং দ্বিতীয়বারের মতো কিউবায় পূর্ণ সম্মানের সঙ্গে তাঁর সমাহিতকরণের কাজ সম্পন্ন করা হয়।


‘টাইমস’ জানিয়েছে, ‘সেই উপলক্ষে, ১৯৯৭ সালের অক্টোবরে ফিদেল কাস্ত্রো তাঁকে বিপ্লবীদের দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন এবং বলেন, তিনি সর্বত্রই প্রতিরক্ষার জন্য প্রস্তুত থাকতেন।’


অবসরপ্রাপ্ত রাউল বারোসা গঞ্জালেজ গুয়েভারার প্রশংসা করেছেন এমন অনেকের পক্ষ নিয়ে বলেছেন, ‘তিনি তো এখনো বেঁচে আছেন, অথচ আমরা সবাই দুশ্চিন্তা করছি।’


কিউবায় দ্বিতীয়বার সমাহিত করার মাধ্যমে চে গুয়েভারা ফিরে এলেন সেই ভূখণ্ডে, যে ভূমিকে স্বাধীন করার মধ্য দিয়ে বিশ্ববাসী জেনেছিল তাঁর বিপ্লবের মহিমা। আর চে গুয়েভারাকে কিউবায় দ্বিতীয়বার সমাধিস্থ করে লাতিন আমেরিকার এই দেশটিও তাঁর মহান বিপ্লবীকে জানাতে পেরেছে যথাযোগ্য সম্মান।


সূত্র : দ্য টাইমস


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com