কুড়িগ্রামে নির্বচনী প্রচারণায় হামলা, আহত ১০
প্রকাশ : ১৯ মে ২০২৪, ০২:৫০
কুড়িগ্রামে নির্বচনী প্রচারণায় হামলা, আহত ১০
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের নির্বাচন যতোই ঘনিয়ে আসছে ততই মারমুখী হয়ে উঠেছে নেতাকর্মী সমর্থকরা।


১৮ মে, শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত কয়েকটি স্থানে নির্বাচনী প্রচার পথসভা চলাকালীন সময়ে বিভিন্ন স্থানে ধাওয়া-পাল্টা ধাওয়াসহ হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় কমপক্ষে ৫ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মন্জুর মোটরসাইকেল প্রতীকের বিপক্ষে লড়ছেন, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মঞ্জুরুল ইসলাম রতন আনারস প্রতীকে এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়ন ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছে।


জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মন্জু অভিযোগ করেন, আমার মোটরসাই‌কেল প্রতী‌কের নির্বাচনী প্রচারণায় গাড়িয়াল পাড়া, হলোখানা ও কালির হাট বাজারে আনারস প্রতী‌কের সমর্থকরা হামলা চালিয়ে ৪ টি মোটরসাই‌কেল ভাংচুর, ১০ জনকে আহত করে।


তিনি জানান, আমি রির্টানিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছি ।


এ ব্যাপারে ঘোড়া প্রতীকের প্রার্থী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও আনারস প্রতিকের প্রার্থী জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মঞ্জুরুল ইসলাম রতনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাদের পাওয়া যায়নি।


সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান জানান, আমরা এখনো অভিযোগ পাইনি, টহল জোরদার করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/বিপ্লব/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com