সব্যসাচী হাজরার ‘প্রাইমার টু প্রেস’
প্রকাশ : ১৩ মে ২০২৪, ০৯:১৪
সব্যসাচী হাজরার ‘প্রাইমার টু প্রেস’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পৃথিবীতে বহু জাতি রয়েছে যাদের ভাষার নিজস্ব কোনো বর্ণমালা নেই। সেই বাস্তবতায় বাঙালির রয়েছে গৌরবের সাক্ষ্যবহ ও শহীদের রক্তস্নাত বাংলা নামের নিজস্ব বর্ণমালা। গত ১০০ বছরে সেই বাংলা বর্ণমালার অক্ষরবিন্যাস ও রূপের বিবর্তন ঘটেছে।


মানবজাতির বিবর্তনের মতোই বর্ণমালার এই বিবর্তনের নান্দনিকতা নিয়ে কাজ করছেন শিল্পী ও লেখক সব্যসাচী হাজরা। গবেষণার মাধ্যমে বাংলা বর্ণমালার শৈল্পিক যাত্রাকে দর্শকের সামনে মেলে ধরেছেন সব্যসাচী।


বর্ণমালার বিবর্তনের সেই নান্দনিকতা নিয়ে ফরাসি সাংস্কৃতিক কেন্দ্র আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে চলছে প্রদর্শনী। শিল্পায়োজনটির শিরোনাম 'প্রাইমার টু প্রেস'।


বাংলা ভাষার বিবর্তন কিংবা শৈল্পিক যাত্রা অবলোকন করতে অনেকেই ঢুঁ মারছেন ভিন্নধর্মী এই শিল্পায়োজনটিতে।


প্রদর্শনীতে বাংলা বর্ণমালা বইয়ের আলোকিত ইতিহাস তুলে ধরে সেকালের মুদ্রণশিল্পের আকর্ষণীয় বিভিন্ন নিদর্শনের পাশাপাশি নির্বাচিত মূল বর্ণমালার বইগুলোও প্রদর্শিত হচ্ছে।


দর্শকরা মুদ্রণ কৌশলের বিবর্তন সম্পর্কে সম্যক ধারণা অর্জনের পাশাপাশি কাঠের ব্লক প্রিন্টিং এবং মুভেবল টাইপ সেটের মতো ঐতিহাসিক সরঞ্জামাদি দেখার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন নকশা এবং চিত্রের মাধ্যমে বিভিন্ন বাংলা বর্ণমালা শিল্পে শৈল্পিক বিবর্তনের যাত্রাকেও উপস্থাপন করা হয়েছে প্রদর্শনীতে। এই শিল্পায়োজন উপভোগের পাশাপাশি কৌতূহলী দর্শকের কেউ বা সংগ্রহ করছেন সব্যসাচী হাজরার লেখা নতুন বই ‘বর্ণমালা : বাংলা বর্ণ পরিচয় সংকলন’। বর্ণমালা সম্পর্কে ঐতিহাসিক উপাত্ত এবং তথ্যের গবেষণা ও বিশ্লেষণ উঠে এসেছে বইটিতে। পাশাপাশি লেটারিং, সম্পাদনা এবং মুদ্রণ কৌশলের বিবর্তনের ইতিহাস মেলে ধরা হয়েছে।


আগামী ১৮ মে পর্যন্ত চলবে এই প্রদর্শনী। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com