
গোপন বিরহী প্রেম
সন্ধ্যার সঙ্গে দর কষাকষিতে সূর্য যখন মহাব্যস্ত-
তখন তোমার আগমন।
সেই গোধূলিলগ্নে আমি প্রথম তোমায় দেখেছিলাম।
সাদামাটা দিনযাপনে তোমার সাথে প্রথম দেখা ,
আর বিদায়বেলা আজও আমাকে প্রকৃতির সব রঙে সাজিয়ে দেয় -
বসন্তের পড়ন্ত বিকেলের মতো।
তোমার চোখে তাকিয়ে দেখেছিলাম অরণ্য, নীলিমা, মহার্ণব।
আজ অবধি অন্য কোথাও এমন করে খুঁজে পাইনি বিশালতার সমারোহ।
ঐ বিশালতার মহার্নবে শব্দ ও বাক্যহীন কেবল দৃষ্টি বিনিময় হলো।
আমার ভালোবাসা হীরকখণ্ডের মতো জ্বলছে -
নিভৃতে ভালোবাসার কয়লা খনিতে।
আমি ভেসে চলেছি জলস্রোতে তোমার মন্ত্রমুগ্ধ ভালোবাসায়।
আমি উড়ে যাচ্ছি বলাকার মতো নীল রজকে।
একবারই দেখেছি তোমাকে দূর আকাশের ছোট্ট তারাটির মতো অথবা বিজলী চমকের আলোয় তোমারে দেখেছিলাম একবার।
সেই থেকে তুমি ছিলে মানসপটে জীবন্ত।
আর কিছু দেখিনি- আমার আঁখি পল্লবে,
সেই থেকে আজ অবধি।
তোমার বিশালতায় অজস্রবার হারিয়ে যাই ,
তবু আজ অবধি বলা হয়নি- সেই থেকে কতটা ভালোবাসি।
প্রেম বুঝি এমনই হয়।
বাসা বাঁধে গোপনে বিরহ বেদনায়।
একদিন
একদিন গুটিপোকা প্রজাপতি হয়ে পাখা মেলবে।
রামধনু নতুন সাজে নিজেকে সাজাবে।
তুমিও বন্ধুহীন হয়ে গেরুয়া বসনে পথে পথে ঘুরবে
একদিন অনন্ত অপেক্ষা অবসন্ন দেহ নিয়ে অবসরে যাবে।
জোছনারা অভিমানের অনাগ্রহে ধূসর কালো হবে,
স্বপ্নরা অজানায় নিখোঁজ হবে।
একদিন ঘাসফড়িং অভিযোগের আসর বসাবে,
শিশিরের অপেক্ষায় ঘাস মাটিতে লুটাবে।
একরাশ শিউলি ফুলে ভরে যাবে আঙিনা।
একদিন অবহেলায় আকাশ গুমরে উঠবে।
আকস্মিক বৃষ্টিতে ভিজে যাবো আমি।
কান্নারা ভীষণ রোদের প্রখরতায় শুকিয়ে যাবে।
একদিন তোমার আকুল মন আমাকে খুঁজবে।
আমি তখন পুঞ্জীভূত মেঘের আড়ালে লুকাবো নিজেরে তুমিহারা হয়ে।
একদিন তুমি আকাশ পানে তাকিয়ে নিস্পলক আমাকেই খুঁজবে।
আমি তোমার কাছে ফিরে না এসে,
অজস্র বারি পাঠাবো তোমাকে সঙ্গ দিতে।
একদিন সেই একদিন তুমি বুঝবে-
এমন একদিন আমিও কাটিয়েছি নিঃসঙ্গতায় তোমার পথ চেয়ে।
বিরহ চাই
কতবার দূর-দুরান্তে ছুটেছি,
নাম না জানা কত বনফুলকে সাজিয়েছি নতুন নামে।
কত নতুনেরে দিয়েছি আশ্রয় হৃদয়ে- বিরহ ভেবে।
আমি যতবার বিরহকে ছুঁতে যাই ততবার প্রেমে পড়ি।
প্রেম আমাকে আষ্টেপৃষ্ঠে আগলে রাখে করুণায়।
এত প্রেম কেন?
আমিও বিরহের প্রেমে পড়ে খুঁজে মরি হেথায়-সেথায়।
বিরহ প্রেমের পরিপক্কতা।
আমি নাগাল পাই না তার। আমি আনাড়ি বলে গভীরে যেতে পারি না ততটা।
তাই তো বারবার প্রেমে পড়ি আর ফিরে আসি নিখোঁজ বিরহের সন্ধানে।
তাই তো আমি নদীকে ছুঁতে পারি।
সমুদ্র তো নদীর বিরহ বেলা। আমি আকাশ দেখে মুগ্ধ হই হরহামেশা,
তবু আকাশ থাকে বড্ড অচেনা।
আমি উদাসীন হয়ে আজও বিরহের সন্ধানে তরী ভাসাই।
আমি আবার প্রেম নিয়ে ফিরে আসি গন্তব্যে।
লেখক : উম্মে কুলসুম
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]