বাদল সরকার স্মরণে নাট্য আয়োজন,‘ত্রিংশ শতাব্দী’র মঞ্চায়ন আজ
প্রকাশ : ১৪ মে ২০২৪, ১৭:৪৭
বাদল সরকার স্মরণে নাট্য আয়োজন,‘ত্রিংশ শতাব্দী’র মঞ্চায়ন আজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিশিষ্ট নাট্যকার-নাট্যতাত্ত্বিক বাদল সরকারের ১৩তম প্রয়াণবার্ষিকী স্মরণে নাট্যসংগঠন নাট্যপালা এবং স্বপ্নদল বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে দুই দিনব্যাপী যৌথভাবে আয়োজন করেছে দু’দিনব্যাপী ‘নাট্যপালা-স্বপ্নদল বাদল সরকার নাট্য-অয়োজন ২০২৪’।


আজ মঙ্গলবার (১৪ মে) মঙ্গলবার সন্ধ্যা ৭টায় থাকছে স্বপ্নদলের ‘ত্রিংশ শতাব্দী’ নাটকের ১২২তম মঞ্চায়ন। এর আগে সোমবার ( ১৩ মে) সন্ধ্যা সাতটায় নাট্যপালার পরিবেশনায় তোসাদ্দেক হোসাইন মান্নার নির্দেশনায় বাদল সরকারের ‘বাঘ’ প্রযোজনার উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়।


সামাজিক অবহেলা, বঞ্চনা, শিক্ষার অভাব প্রভৃতি মানুষকে পরিণত করতে পারে পশুতে। কিন্তু মানুষ এক অনন্ত সম্ভাবনার আধার, তাই মানবিকতার পরশে সে ফিরে আসতে পারে পতনের শেষ বিন্দু থেকে। এমন গল্প দেখা যায় নাট্যপালার বাঘ নাটকে। পাশাপাশি উঠে আসে শিক্ষাব্যবস্থার হাল, যুদ্ধবিরোধিতা, অর্থনৈতিক সংকট ইত্যাদি। নির্দেশনা দিয়েছেন তোসাদ্দেক হোসাইন মান্না।


ত্রিংশ শতাব্দীর মূল কাহিনি পৃথিবীর ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণের অপ্রত্যাশিত পরিণতি। এর সমান্তরালে উপস্থাপিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, ইরাকে আগ্রাসন, কুয়েত, ইয়েমেন, সিরিয়া, তুরস্ক, মিয়ানমার, গুলশানে বর্বর হামলা, ধর্মের নামে সংখ্যালঘু নির্যাতন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অমানবিকতা, ফিলিস্তিনে ইসরায়েলের সাম্প্রতিক নিষ্ঠুরতা এবং আরও নানা প্রসঙ্গ। বাদল সরকারের মূল রচনা অবলম্বনে নাটকটির রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।


ত্রিংশ শতাব্দীর আগে প্রদর্শিত হবে বাদল সরকারের নাট্য প্রযোজনা, স্বপ্নদলের জাপান সফর ও দুটি বিশেষ প্রদর্শনী নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘স্বপ্ন-উড়াল: সূর্যোদয়ের দেশে’।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com