
দেশের উন্নয়ন অবকাঠামোর ছবি তুলে শিল্পকলা একাডেমির পুরস্কার জিতলেন ১৩ আলোকচিত্রী।
একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে শুক্রবার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রতিযোগিতায় প্রথম হয়েছেন মো. রেজওয়ানুল হাসান। তার ‘লাইফ ইন এ মেট্রো’ নামের ছবিটি সেরা হিসেবে বাছাই করে জুরি বোর্ড।
‘সাউথ এশিয়াস লারজেস্ট এসটিপি’ শিরোনামের ছবির জন্য দ্বিতীয় হয়েছেন সৈয়দ মেহেদী হাসান। আর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের ছবি তুলে তৃতীয় হয়েছেন আব্দুল গণি।
২০২৩ সালে 'উন্নয়নের বাংলাদেশ, নান্দনিক বাংলাদেশ’ শিরোনামে আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এক বছর ধরে চলা এই প্রতিযোগিতায় শুক্রবার বিজয়ীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রতিযোগিতায় সেরা তিনজন ছাড়াও সম্মানসূচক পুরস্কার পেয়েছেন আরও ১০ জন আলোকচিত্রী। তারা হলেন- শোয়েব ফারুকী, মো. সাইফুল ইসলাম খান, মো. আহনাফ আল ইয়াছির, আজিম খান রনি, উশৈশিং মারমা, লুৎফর রহমান, মো. খোরশেদ আলম, দীপু মালাকার, মোহাম্মদ রুবেল ও সবুজ হাওলাদার।
প্রতিযোগিতা চলাকালে অনলাইনে ৩১৪ আলোকচিত্রীর ৬৩৮ ছবি জমা পড়ে। বিচারে ২২৯ জনের ২৩৫টি ছবি বেছে নেওয়া হয়। সেখান থেকে সেরা ছবি বাছাই করা হয়। নির্বাচিত ছবিগুলো নিয়ে শিল্পকলা একাডেমির চিত্রশালায় গত ৩০ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত প্রদর্শনী হয়।
প্রতিযোগিতায় বিচারক ছিলেন এ বি এম রফিকুর রহমান, আবির আবদুল্লাহ, এস এম গোর্কি ও মনিরউজ্জামান।
শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম পুরস্কার বিতরণের অনুষ্ঠানে বক্তব্য দেন।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]