মঞ্চস্থ হলো অন্তরে বাহিরে চিত্রাঙ্গদা, মাধব মালঞ্চী ও শীতলার পালা
প্রকাশ : ১৭ মে ২০২৪, ১০:২৩
মঞ্চস্থ হলো অন্তরে বাহিরে চিত্রাঙ্গদা, মাধব মালঞ্চী ও শীতলার পালা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গত ১১ এপ্রিল ছিল ভাষা সৈনিক, শিক্ষাবিদ ও পদাতিক নাট্য সংসদের আজীবন সভাপতি প্রয়াত নাট্যব্যক্তিত্ব সৈয়দ বদরুদ্দীন হোসাইনের ১০১তম জন্মদিন। এ উপলক্ষে চার দিনের নাট্যোৎসবের আয়োজন করেছে দলটি। এবারের উৎসবে অংশ নিয়েছে পদাতিক নাট্য সংসদসহ আটটি নাটকের দলর


১৬ মে ( বৃহস্পতিবার) উৎসবের প্রথম দিন মঞ্চায়ন হয় তিনটি নাটক। নাটকগুলো হলো- জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় নাগরিক নাট্য সম্প্রদায় প্রযোজিত নাটক ‘অন্তরে বাহিরে চিত্রাঙ্গদা’, পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় থিয়েটার আর্ট ইউনিটের নাটক ‘মাধব মালঞ্চী’ ও স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হয় কলকাতার সন্তোষপুর অনুচিন্তন প্রযোজিত নাটক ‘শীতলার পালা’।


উৎসবে অংশ নেওয়া নাটকের দলগুলো হলো- নাগরিক নাট্য সম্প্রদায়, আরণ্যক নাট্যদল, থিয়েটার, থিয়েটার আর্ট ইউনিট, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাতিঘর, নবরস, খোকন বয়াতি ও তার দল এবং কলকাতার সন্তোষপুর অনুচিন্তন।


১৬ মে, বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুরু হয় এ উৎসব। এর আগে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনের লবিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান।


পরে মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা পর্বে বিশেষ অতিথি ছিলেন নাট্যাভিনেতা ও নির্দেশক ম হামিদ, মামুনুর রশিদ ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। সভাপতিত্ব করেন দলের সভাপতি সৈয়দ তাসনিন হোসাইন তানু।


নাটকে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উদ্বোধনী অনুষ্ঠানে নাট্যাভিনেতা আবুল হায়াত এবং নাট্যকার ও নির্দেশক মান্নান হীরাকে প্রদান করা হয় (মরণোত্তর) সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননা ২০২৪।


এ উৎসব একযোগে অনুষ্ঠিত হচ্ছে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার হল ও স্টুডিও থিয়েটার হলে।


সন্ধ্যা ৭টায় নাটক ছাড়াও প্রতিদিন বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনের লবির উন্মুক্ত মঞ্চে থাকছে নাচ, গান, আবৃত্তি ও পথনাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা।


১৭ মে, শুক্রবার উৎসবের দ্বিতীয় দিন সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হবে কলকাতার সন্তোষপুর অনুচিন্তনের নাটক ‘মিস ক্যারেজ’, পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হবে থিয়েটারের নাটক ‘পোহালে শর্বরী’ ও একই সময় স্টুডিও থিয়েটার হলে পরিবেশিত হবে খোকন বয়াতি ও তার দলের পালা ‘কমলা সুন্দরী। ১৯ মে শেষ হবে চার দিনের এ উৎসব।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com