
গাজীপুরের শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে তাওহীদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
১৮ মে, শনিবার দুপুরে কেওয়া চন্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত তাওহীদ (৯) ময়মনসিংহের গফরগাঁও থানার চরমুসলন্দ কাচারিপাড়া এলাকার খাইরুল ইসলামের ছেলে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান বলেন, শ্রীপুর উপজেলার কেওয়া চন্নাপাড়া এলাকায় ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতো তাওহীদ। তার পিতা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। দুপুরে তাওহীদ চার-পাঁচজন বন্ধুদের সঙ্গে বাসার পাশে একটি পুকুরে গোসল করতে যায়। ওই সময় একজনের জুতা পুকুরের মাঝখানে চলে যায়। পরে তাদের মধ্যে একজন তাওহীদকে ওই জুতা এনে দিতে বলে। এক পর্যায়ে তাওহীদ জুতা আনতে গিয়ে পুকুরের গভীরে গিয়ে ডুবে যায়। এ সময় অন্যান্য শিশুদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে স্থানীয় লোকজন তাকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]