রংপুরে সপ্তাহব্যাপী বিভাগীয় বইমেলার উদ্বোধন
প্রকাশ : ১২ মে ২০২৪, ০০:৫৭
রংপুরে সপ্তাহব্যাপী বিভাগীয় বইমেলার উদ্বোধন
রংপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রংপুর পাবলিক লাইব্রেরি চত্বরে সপ্তাহব্যাপী বিভাগীয় বইমেলা, ২০২৪-এর উদ্বোধন করা হয়েছে।


শনিবার (১১ মে) বিকেলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে রংপুরের বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন বইমেলার উদ্বোধন করেন।


উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুল হাসান রুমি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্র এই বইমেলা আয়োজন করছে।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, গৌরব করার মতো আমাদের অনেক সাংস্কৃতিক বিষয় রয়েছে। এগুলোকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশ হবে। দেশের উন্নয়নের সঙ্গে আমাদের সাংস্কৃতিক মানসিকতায়ও উন্নত হতে হবে।


বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাফরিজা শ্যামা বলেন, বইমেলা আয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বই পড়লে পাঠকের মননশীল চেতনার আবির্ভাব ঘটে। ইন্টারনেট থেকে দ্রুত জ্ঞান অর্জন করা যায়, কিন্তু সৃজনশীলতা তৈরি হয় না। তিনি বই পড়ে জ্ঞান অর্জন করার উপর গুরুত্বারোপ করেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমান, মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার আবু বকর সিদ্দীক, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, উত্তরবঙ্গ মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা, একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন, জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক মিনার মনসুর এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালক নেছার উদ্দীন আয়ূব প্রমুখ।


অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তি, শিক্ষক, লেখক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, সপ্তাহব্যাপী এই বইমেলায় ৫১টি স্টল স্থান পেয়েছে। মেলা চলবে ১৭ই মে পর্যন্ত। প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত বইমেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com