ইসরায়েলি ড্রোন হামলায় ৩ ফিলিস্তিনি নিহত
প্রকাশ : ২২ জুন ২০২৩, ১৩:০৪
ইসরায়েলি ড্রোন হামলায় ৩ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি ড্রোন হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে একটি গাড়িতে ড্রোনটি আঘাত করলে এই হতাহতের ঘটনা ঘটে। ফিলিস্তিনি গণমাধ্যম ওয়াফা জানায়, জেনিন শরণার্থী ক্যাম্পে হঠাৎ বেজে ওঠে সর্তকতামূলক সাইরেন। এরপরই একটি ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ড্রোন।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পশ্চিত তীরের জেনিন শরণার্থী শিবিরে ড্রোন হামলার পর একটি গাড়িতে আগুন ধরে যায়।


পশ্চিম তীরের রামাল্লা থেকে আল জাজিরার সাংবাদিক হ্যারি ফাউসেট বলেন, ওই গাড়িতে কতজন ছিলেন তা এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে তিন জন নিহতের খবর পাওয়া গেছে।


এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে,গাড়ির ভেতর সন্ত্রাসী তৎপরতা লক্ষ্য করা গেছে। গোপন সূত্রে নিশ্চিত হওয়ার পরই স্লিপার সেলটি লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। নিহতরা সবাই জালামাহ্ শহরের হামলার সাথে জড়িত।


এর আগে গত সোমবার পশ্চিম তীরে ইসরায়েলের বাহিনী দুই সন্দেহভাজনকে গ্রেপ্তারে ব্যাপক অভিযান চালায়। এই অভিযানকে কেন্দ্র করে ১৫ বছরের এক কিশোরসহ ৫ ফিলিস্তিনি নিহত হন। এ ছাড়া ইসরায়েলের হামলায় সেখানে ৯০ ফিলিস্তিনি আহত হন।


এর পরদিন গত মঙ্গলবার পশ্চিম তীরে একটি ইহুদি বসতির কাছে ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে চার ইসরায়েলি নাগরিক নিহত হন। ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাস বলেছে, জেনিন শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানের জবাবে এ হামলা চালানো হয়েছে।


বিবার্তা/কেআর


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com