
ইরাকের জনপ্রিয় টিকটক তারকা ওম ফাহাদকে বাগদাদে তাঁর বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) মধ্যরাতে রাজধানীর পূর্ব জায়েন এলাকায় দুর্বৃত্তদের হামলায় ওই টিকটক তারকা নিহত হন।
নাম প্রকাশ না করার শর্তে একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, শুক্রবার জায়উনা জেলায় নিজ বাড়ির বাইরে গাড়িতে বসা ছিলেন ফাহাদ। সেসময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মোটরবাইকে করে এসে তাকে গুলি করে।
অন্য একটি নিরাপত্তা সূত্র থেকে জানা যায়, হামলাকারী খাবার ডেলিভারি করার ছদ্মবেশে সেখানে যান।
এদিকে, মার্কিন মালিকানাধীন আল হুরা বার্তা সংস্থা জানিয়েছে, হামলায় আরও এক নারী আহত হয়েছেন।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পরিচিত এক নারী দুবৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ইরাকের একটি নিরাপত্তা সূত্র এএফপি নিউজ এজেন্সিকে জানিয়েছে, হামলাকারীরা খাবার সরবরাহকারী ছদ্মবেশে এসে তাকে গুলি করে হত্যা করে। এদিকে মার্কিন মালিকানাধীন আল হুরা বার্তা সংস্থা জানিয়েছে, হামলায় আরেক নারী আহত হয়েছেন।
ফাহাদের প্রকৃত নাম গুফরান সাওয়াদি। ফাহাদ টিকটকে পপ মিউজিকের সঙ্গে নাচের ভিডিও শেয়ার করে জনপ্রিয় হয়েছেন। তাঁর হাজার হাজার ভক্ত-অনুসারী রয়েছে।
আদালত ‘শালীনতা এবং জনসাধারণের নৈতিকতা’ ক্ষুণ্ন করে এমন ভিডিও শেয়ার করার জন্য গত বছর তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন।
ওম ফাহাদের অশালীন ভিডিও তৈরি ইরাকি সমাজ এবং পারিবারিক সংস্কৃতিতে কতটা প্রভাব পড়ে তা জানার জন্য ২০২৩ সালের জানুয়ারিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]