
চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুরে তেলবাহী একটি ট্রাকের চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও চারজন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (৪ জুলাই) রাত ৯টার দিকে জাফরপুর এলাকায় বিজিবি-৬ ব্যাটালিয়ন ক্যাম্পসংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। ট্রাক ও ইজিবাইক জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল জানান, দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। চারজন হাসপাতালে ভর্তি রয়েছেন, এর মধ্যে একজনের অবস্থা গুরুতর।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান বলেন, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হয়েছি। পুলিশ ঘটনাস্থলে তদন্ত করছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]