
জমি বিক্রির টাকা নিয়ে বিরোধের জের ধরে মো: আকুল খান (৫৫) কে গলায় গামছা পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাগ্নের বিরুদ্ধে। ঘটনার পর থেকে ভাগ্নে ইউনুস আলী (৩০) পালাতক রয়েছে।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খুলুমবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটেছে।
নিহত মো: আকুল খান রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের কেওয়াগ্রাম দক্ষিণপাড়া এলাকার মৃত জুলমত খানের ছেলে। অন্যদিকে হত্যা কারী ইউনুস আলী ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাংকুলা গ্রামের ইমদাদুল হকের ছেলে।তারা দুইজন সম্পর্কে আপন মামা ভাগ্নে।
স্থানীয়রা জানায়, জমি নিয়ে নিহত আকুল খানের সাথে তার ভাগনে ইউনুস আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে শৈলকুপার খুলুমবাড়িয়া বাজারে মামা আকমলের সঙ্গে ভাগনে ইউনুস আলীর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ইউনুস তার মামার গলায় গামছা পেঁচিয়ে টান দিলে সেখানেই মারা যায় মামা আকুল খান।
নিহতের ছেলে আজাদ খান বলেন,ইউনুসের মা ২০ বছর আগে তার ভাগের সম্পত্তি আমার আব্বার কাছে বিক্রি করে গেছে। গত ১ বছর ধরে ইউনুস আবারও ওই সম্পত্তির জন্য টাকা চায়।আমার আব্বা টাকা দিতে অস্বীকার করে। সে অনেকদিন ধরেই আমার আব্বাকে খুন করার হুমকি দিচ্ছিল। আজ বিকেলে আমার আব্বা খুলুমবাড়ী বাজারে গেলে প্রকাশ্যে গলায় গামছা পেচিয়ে হত্যা করেছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খাঁন বলেন, জমি নিয়ে বিরোধের জেরে একজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ইউনুস আলীকে গ্রেফতারে অভিযান চলছে।
বিবার্তা/মিঠুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]