প্রকাশ্যে প্রেমিকাকে থাপ্পড় প্রেমিকের। আর তার জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল মাধ্যমিক পরীক্ষার্থী।
ভারতের উত্তর ২৪ পরগনার বাগদার সাগরপুরের নিহতের পরিবার থানায় একটি লিখিত অভিযোগ করেছে। মঙ্গলবার নিজ ঘর থেকেই গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় বাগদার মাধ্যমিক পরীক্ষার্থী প্রীতি রায়ের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার তদন্তে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ।
বড়দিনে বাগদার সাগরপুরের প্রীতিকে তার সঙ্গে ঘুরতে যেতে বলেছিল প্রেমিক সুরজিত্। অভিযোগ, সুরজিতকে কিছু না বলে সাগর নামে অন্য এক বন্ধুর সঙ্গে ঘুরতে চলে যায় প্রীতি। তা দেখে ফেলে সুরজিত্। এরপর রাগে অগ্নিশর্মা সুরজিত্ হেলেঞ্চা বাসস্ট্যান্ডে ডেকে পাঠায় প্রীতিকে। পরে প্রীতিকে সপাটে চড় মারে সুরজিত্। এরপর তাকে বাইকে চাপিয়ে বাড়ি নিয়ে যায়।
সেখানেও প্রীতিকে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। বাড়ি ফিরে অপমানে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে প্রীতি।
ঘটনার বিবরণ দিয়ে বাগদা থানায় অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। শুধুই কি অপমানে আত্মহত্যা করেছে প্রীতি? নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে?
সাগরের সঙ্গেও কি প্রীতির কোনো সম্পর্ক ছিল? ত্রিকোণ প্রেমের টানাপোড়েনের জেরেই কি আত্মহত্যা? নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? এ বিষয়ে তদন্ত করছে বাগদা থানার পুলিশ।
বিবার্তা/শারমিন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]