ভারতীয় জাতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সোমবার নতুন একজন ভক্ত পেয়েছেন। না, এ ভক্ত কোনো সুন্দরী তরুণী নন, নন কোনো সেলেব্রিটিও। তিনি একজন দিদিমা। তাঁর বয়স ১০৭ বছর।
এই দিদিমাটি রাহুল গান্ধীকে হ্যান্ডসাম একজন ব্যক্তি মনে করেন এবং তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে চান। একথা জানতে পেয়ে দিদিমাকে জন্মদিন ও বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন রাহুল।
রাহুল গান্ধী এই দিদিমার খবর জানতে পান টুইটারে। দিদিমার নাতনি দিপালী সিকান্দ এক টুইটার বার্তায় লিখেন, ''আজ আমার দিদিমা ১০৭ বছরে পা দিলেন। তাঁর একটি ইচ্ছা, রাহুল গান্ধীকে দেখতে পাওয়া। আমি জানতে চেয়েছিলাম, কেন? তিনি আমার কানে-কানে বললেন, ও খুব হ্যান্ডসাম!''
দিপালী তাঁর টুইটার বার্তার সঙ্গে একটি ছবিও অ্যাটাচ করে দেন, যাতে দেখা যায়, দিদিমা তাঁর ১০৭তম জন্মদিনে কেক কাটছেন।
বার্তাটি পেয়ে জবাবে রাহুল লিখেন, ''প্রিয় দিপালী, তোমার সুন্দর দিদিমাকে তাঁর জন্মদিন ও বড় দিনে আমার অনেক শুভেচ্ছা পৌঁছে দাও, প্লিজ! আর তাঁকে আমার সাদর আলিঙ্গন জানিয়ো।'' শুভেচ্ছান্তে, রাহুল। সূত্র : খালিজ টাইমস
বিবার্তা/হুমায়ুন/কাফী
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]