শিরোনাম
ভারতে ধর্ষকদের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১৭, ০৬:৫২
ভারতে ধর্ষকদের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি
ভারত ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতে একজন নেতৃস্থানীয় নারী অধিকারকর্মী বাতী মালিওয়াল বলেছেন, যারা শিশু ধর্ষণ করেছে, তাদের অপরাধ সংঘটনের ৬ মাসের মধ্যেই ফাঁসি কার্যকর হওয়া উচিত।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে লেখা এক চিঠিতে তিনি এ আবেদন করেছেন।


দিল্লিতে জ্যোতি সিং নামে এক ছাত্রীকে এক বাসের ভেতর গণধর্ষণের পর হত্যার ঘটনার ৫ বছর পূর্তিতে তিনি এই আহ্বান জানান। এ ঘটনা সারা ভারত জুড়ে প্রতিবাদ বিক্ষোভের জন্ম দেয়।


কমিশন ফর উইমেন নামে ভারতে নারীদের নিরাপত্তা বিষয়ে নজরদারির দায়িত্বে থাকা সরকারি সংস্থার প্রধান স্বাতী মালিওয়াল বলেন, গত পাঁচ বছরে কিই বদলায় নি।


‘দিল্লি এখনো ধর্ষণের রাজধানী। গত মাসেই দেড় বছরের এক শিশুকে পাশবিকভাবে গণধর্ষণ করা হয়েছে, আরেকটি গণধর্ষণ হয়েছে সাত বছরের মেয়ের ওপর। এ ছাড়াও একটি দেড় বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে।’


তিনি বলেন, রাজধানীতে প্রতিদিন গড়ে তিনটি অল্পবয়েসী মেয়ে এবং ৬ জন প্রাপ্তবয়স্ক নারী ধর্ষণের শিকার হচ্ছেন।


জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের কারণে ভারতে এ সংক্রান্ত আইনগুোর সংস্কার করা হয়েছে, বিচার দ্রুত করা এবং পুলিশকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগগুলো আরো গুরুত্বের সাথে নেবার জন্য চাপ প্রয়োগ করা হয়েছে, বলছেন বিবিসির দক্ষিণ এশিয়া অঞ্চলের সম্পাদক জিল ম্যাকগিভারিং।


এ ব্যাপারে সচেতনতা বেড়েছে, ঘটনা রিপোর্ট করাও বেড়েছে। কিন্তু স্বাতী মালিওয়ালের কথায়, এতে সমস্যার সমাধান হয়নি।


তিনি বলেন, জ্যোতি সিংএর মা এখনো বিচার পাননি, কারণ দোষী ব্যক্তিদের এখনো ফাঁসি হয়নি।


বিবার্তা/সোহাগ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com