শিরোনাম
সেনা জওয়ানদের সাথে মোদীর দিওয়ালি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৭, ১৮:০০
সেনা জওয়ানদের সাথে মোদীর দিওয়ালি
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সেনাবাহিনীর সদস্য ও বিএসএফ জওয়ানদের সাথে দিওয়ালি কাটালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার শ্রীনগর থেকে প্রায় ১২৩ কিলোমিটার দূরে গুরেজ'এ সেনাবাহিনীর ছাউনিতে যান প্রধানমন্ত্রী।


জম্মু-কাশ্মীরের বন্দিপোরা জেলার ভারত-পাকিস্তান লাইন অব কন্ট্রোল (এলওসি) বরাবর গুরেজ’এ সেনাবাহিনীর ১৫ নম্বর কর্পসের জওয়ানরা মোতায়েন রয়েছে। সেখানে প্রায় দুই ঘন্টা সময় কাটান মোদি।


এসময় সেনা জওয়ানদের সাথে দিওয়ালির শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের মধ্যে মিষ্টি বিতরণ করেন। এমনকি নিজ হাতে সেনার কয়েক সদস্যকে মিষ্টিও খাইয়ে দেন তিনি। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সেনাপ্রধান বিপিন রাওয়াতসহ অন্যান্য শীর্ষ সেনা কর্মকর্তরা উপস্থিত ছিলেন।


সেনা জওয়ানদের সামনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন অন্যদের মতো তিনিও চান তার পরিবারের সঙ্গে দিওয়ালি কাটাতে। আর সেই কারণেই বিএসএফ জওয়ান ও সেনা সদস্যের মাঝে এসেছেন তিনি। কারণ সেনাবাহিনীকে তিনি নিজের পরিবার বলেই জানেন।


তাদের ভূয়সী প্রশংসা করে মোদি বলেন, জওয়ান ও সেনা সদস্যদের সঙ্গে সময় কাটানোর সময় তিনি নিজেও বাড়তি শক্তি পান।


বিবার্তা/শাহনেওয়াজ/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com