শিরোনাম
দুই রুমের ইলেকট্রিক বিল ৭৫ কোটি টাকা !
প্রকাশ : ২৭ জুন ২০১৭, ১৮:২৯
দুই রুমের ইলেকট্রিক বিল ৭৫ কোটি টাকা !
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

দুই রুমের একটি বাড়ি। আর ওই বাড়ির একমাসের ইলেকট্রিক বিল এসেছে ৭৫ কোটি টাকা।


বাড়ির মালিক পেশায় দিনমজুর। তা সত্ত্বেও প্রতিমাসেই নিয়মিত বিদ্যুৎ বিল মেটান তিনি। কোনো বকেয়া নেই। কিন্তু গত মাসের বিল হাতে পেতেই যেন বিনা মেঘে বজ্রাঘাত হয় ছত্তিশগড়ের বাসিন্দা সবিতা যাদবের মাথায়।


এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সবিতার বাড়িতে এক মাসের বিদ্যুতের বিল এসেছে ৭৫ কোটি টাকা। দেখে যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না তিনি। ডিউ অ্যামাউন্ট ৭৫ কোটি টাকা!


ততক্ষণাৎ ছত্তিশগড় রাজ্য বিদ্যুৎ বণ্টণ কোম্পানি লিমিটেডের প্রধান কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন তিনি। জানতে চান, তার দুই রুমের বাড়িতে মাসের বিদ্যুতের বিল ৭৫ কোটি টাকা কীভাবে আসতে পারে?


ভেসমা গ্রামের বাসিন্দা সবিতার অভিযোগ শোনার পরে অবাক হন বিদ্যুৎ দফতরের কর্মীরাও। সত্যি তো, ৭৫ কোটি টাকা এক দিনমজুরের বাড়ির এক মাসের ইলেকট্রিক বিল! ঘটনাটি সঙ্গে সঙ্গে খতিয়ে দেখেন তারা। বুঝতে পারেন, ভুলবশত বিলে টাকার অঙ্ক লেখার সময়ে এমন অঘটন ঘটেছে। তারা বিলটি সংশোধন করে দেবেন বলে জানিয়েছেন।


বিবার্তা/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com