শিরোনাম
উত্তরপ্রদেশেই রামমন্দির হবে -গিরিরাজ
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ০৫:১৬
উত্তরপ্রদেশেই রামমন্দির হবে -গিরিরাজ
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারতের কেন্দ্রীয় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প প্রতিমন্ত্রী গিরিরাজ সিং বলেছে, নির্বাচনে জিতলে উত্তরপ্রদেশেই রামমন্দির নির্মাণ হবে। শনিবার কলকাতায় বণিকসভা বেঙ্গল চেম্বার অব কর্মাস (বিসিসি) আয়োজিত এক অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।


গিরিরাজ বলেন, ‘উত্তরপ্রদেশের অযোধ্যাতেই রামমন্দির হবে। আমি রাহুল গান্ধী (কংগ্রেস সহসভাপতি) এবং অখিলেশ যাদবকে (উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী) প্রশ্ন করতে চাই রামমন্দির ভারতে হবে না তো কি বাংলাদেশে তৈরি হবে? পাকিস্তানে তৈরি হবে? রামমন্দির ভারতেই তৈরি হবে। কোটি কোটি ভারতবাসীর আস্থা অর্জন করেই এই মন্দির নির্মাণ হবে’।


অন্য একটি প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দিকেও অভিযোগ তুলে বলেন, বাংলার দিদি হিন্দুদের সঙ্গে অন্যায় করছেন। মমতা ব্যানার্জিকে এই পশ্চিমবঙ্গকে একটা পৃথক ভারত বানানোর চেষ্টা করছেন বলেও এদিন অভিযোগ করেন গিরিরাজ সিং।


বিবার্তা/ডিডি/পলাশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com