শিরোনাম
যেখানেই থাকুন, ভালো থাকুন, শাকিল ভাই!
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১৬, ২০:২১
যেখানেই থাকুন, ভালো থাকুন, শাকিল ভাই!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

খুব যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তা নয়, হল কিংবা ডিপার্টমেন্টও ছিল ভিন্ন। কিন্তু তাঁর কণ্ঠে যখন শ্লোগান উচ্চারিত হতো এবং অপরাজেয় বাংলার পাদদেশ বা মধুর ক্যান্টিনের সামনে মিছিলোত্তর কিংবা মিছিলপূর্ব সমাবেশে তাঁর বক্তৃতা শুনতাম, ভীষণ মুগ্ধ হতাম।


শিক্ষাজীবন শেষে কিংবা কর্মজীবনের প্রথম কয়েক বছরে তাঁর সাথে আমার বিশেষ কোনো স্মৃতি নেই। ২০০৩ সালের প্রথম দিক থেকে তাঁর সাথে আবার যোগাযোগ গড়ে ওঠে। প্রফেশনাল হ্যাজার্ডের বিষয়ে কখনো কখনো কথা হতো, তবে দেখা হয়েছে খুবই কম।


২০০৭ সালে ঢাকায় বদলি হয়ে গেলাম। পাথর সময়, কিন্তু যোগাযোগ ঘনিষ্ঠ হয়ে ওঠে। তারপর থেকেই আমি ছিলাম তাঁর স্নেহধন্য ছোটভাই। কীইবা এমন বয়স, এক দু'বছরের বড় কিন্তু আচরণে ছিলেন একেবারেই মুরব্বী। সেভাবে কখনো প্রয়োজন পড়েনি তবে সব সময়ে জানতাম যেকোনো প্রয়োজনে অকপটে এগিয়ে আসবেন সেই বড় ভাই। দেখা হলেই বলতেন, 'বউমা কেমন আছে রে?' টেলিফোন কথোপকথনের স্মৃতিই আমার বেশি। এতো আন্তরিকভাবে সম্বোধনের সম্পর্ক আমার হাতেগোনা।


মঙ্গলবার টেলিভিশনের স্ক্রলে যখন সংবাদটি প্রথম দেখলাম বুঝতেই পারছিলাম না কি করবো! প্রথমে ভাবলাম, যাব না। তাঁর যে স্মৃতি আমার হৃদয়ে আছে সেটিই ধারণ করবো, সে স্মৃতি নষ্ট করবো না।


কিন্তু পারলাম না, শেষ পর্যন্ত পেশাগত কারণেই যেতে হলো। গত ২১ বছরে একই কারণে অসংখ্য মৃতদেহের কাছে যেতে হয়েছে, কখনো ভাবিনি তাঁর কাছে এভাবে যেতে হবে, এভাবে তাঁকে দেখবো!


সবাইকেই যেতে হবে, কিন্তু এভাবে কেউ চলে যায়! যেখানেই থাকুন, ভালো থাকুন, শাকিল ভাই!


মনিরুল ইসলামের ফেসবুক থেকে


বিবার্তা/মৌসুমী/হুমায়ুন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com