সকাল বেলা দেখি এক হকারের সাইকেলের সামনে লাগানো ছোট্ট পতাকাটা বাতাসে উড়ছে। হয়তো ডিসম্বর দেখেই লগিয়েছে। কী যে ভালো লাগলো! চোখটাও ভিজে উঠলো। জানি না, শুধু আমারই এমন হয়, নাকি সবারই।
আমি যখন রাস্তাঘাটে স্কুলে অফিসে বাড়িতে গাড়িতে কিংবা যে কোথাও লাল-সবুজের পতাকাটা দেখি, আমার বুকের মধ্যে কেমন যেন করে। এমনকী বাংলাদেশের মানচিত্র দেখলে কিংবা জাতীয় সঙ্গীত শুনলেও আমার এমন অনুভূতি হয়।
আমি বুঝি, এই পতাকা আর মানচিত্রে আছে লাখো শহীদের রক্ত। আছে মুক্তিযোদ্ধাদের লড়াই আর কোটি বাঙালির ত্যাগ-তিতীক্ষা। ভালোবাসি তাই প্রিয় বাংলাদেশ। ভালোবাসি এই লাল সবুজ।
শরীফুল হাসানের ফেসবুক থেকে
বিবার্তা/মৌসুমী/হুমায়ুন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]