শিরোনাম
আসুন, সকলে শাকিলের জন্য প্রার্থনা করি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১৬, ১৪:৪৩
আসুন, সকলে শাকিলের জন্য প্রার্থনা করি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাতে শামীম ভাইয়ের ফোন - চল ময়মনসিংহ যাই, আমি বললাম পারব না। উনি বললেন আমি তোকে বুকের মাঝে রেখে নিয়ে যাব- বললাম ঠিক আছে।


যথারীতি প্রথমত সকাল ৭.৪৫ থেকে শামীম ভায়ের ফোন, উনি চিরদিন সময়সচেতন, ফোন ধরতে ধরতে ঘুমিয়ে গেলাম।


৯টায় আবার জেগেও রওনা দেবার সাহস পাইনি, নাস্তা খেয়ে মুন্নীকে বললাম কি করব - ও বলল যাও , না গেলে আরও খারাপ লাগবে ।


ডা. তুষারকে ফোন করা হল , পাওয়া গেল না, প্রনয় বাড়িতে, ডি এম সির আকাশ আসল, প্রেসার নরমাল, আরও সব চেক করে বলল- ওকে। যাব সিদ্ধান্ত নিয়ে মোখলেসকে রেডী হতে বলে লিফটনকে ডাকতে বললাম। ১১টার পরে রওনা।


খালাম্মা- খালু- পপি- বাবু-টিপু-রিপন সবার সাথে দেখা হল। পপির বিধ্বস্ত অবস্থা দেখে কেমন জানি লাগতে লাগল বুকের ভিতর। খালাম্মার শুধু দুটি প্রশ্ন- লিয়াকত , কোথায় ছিলি, ছেলেটা বোধহয় পানি চেয়েছিল- একা ছিল , পায়নি!


আমার এত আদরের শাকিল শেষ মূহুর্তে বোধহয় অনেক কষ্ট পেয়েছিল...


মেয়েটার কাছে যাবার সাহস পেলাম না


খালু নির্বাক, শুধু বললেন, খেয়ে যেতে। গাড়িতে তবারক উঠিয়ে , জেলা পরিষদে খেয়ে, কিছুক্ষন ছাত্রলীগকে গালমন্দ করে রওনা দিলাম। আলম ভাই, পাঠান ভাই ,অনুসহ অনেক নেতৃবৃন্দের সাথে কথা হল। শান্তর মাধ্যমে অধ্যক্ষ মতিউর রহমান স্যারের কাছে ক্ষমা চেয়ে নিলাম।


সবার সাথেই দেখা হল- শুধু তোর সাথে হল না.....


ব্রক্ষ্মপুত্র দেখা হয়নি-----


ঘরে ফিরে টিভির সামনে বসে খাবার চেয়ে পাঠালাম, মুন্নীর কঠিন জবাব- টেবিলে আসো। খেতে বসতেই তার প্রশ্ন- ২০০৯ সালের পর কয়েক বছর কেন আমি ও শাকিল বিচ্ছিন্ন ছিলাম।


বললাম গত কয়েক বছর নিয়মিত যোগাযোগ ছিল। ধীর-স্থির- দৃঢ কণ্ঠে পরম জিজ্ঞাসা- গত কয়েক বছরের খবর জানি, আমার প্রশ্ন ২০০৯ সালের পরের কয়েক বছর...


আমি বললাম, পপি আজ আসবে , দেখা করো। প্রশ্নের জবাব না পেয়ে তাকিয়ে রইল- ওর ধীর চোখে তাকিয়ে থাকাকে- সবসময় সমীহ করে চলি। বললাম- দুজনের কারো সদিচ্ছার অভাব ছিল না, ছিল শুধু প্রটোকল সমস্যা, আমার থেকেও কোথাও না থাকা। সন্তুষ্ট হল না।


আসুন, সকলে শাকিলের জন্য প্রার্থনা করি...


লিয়াকত শিকদারের ফেসবুক থেকে


বিবার্তা/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com