খবরটা শুনেই একটু বিচলিত হলাম। তুরস্কে রুশ রাষ্ট্রদূত আন্দ্রেই কারলফ আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। গুলিটি করেছেন একজন তুর্কি পুলিশ সদস্য। সে গুলি করার সময় আলেপ্পো সংকট নিয়ে চিৎকার করেছে।
এমনিতেই গত নভেম্বরে তুর্কি যুদ্ধবিমান কর্তৃক রুশ যুদ্ধবিমান ধ্বংসকে কেন্দ্র করে তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়ন চলছে। তারপর আবার এ ঘটনা দুই দেশের মধ্যে চরম বৈরিভাব তৈরি করবে নিশ্চয়। এদিকে মস্কোতে পূর্ব নির্ধারিত সিরিয়া সংকট নিয়ে তুরস্ক, ইরান ও রাশিয়ার মধ্যে আলোচনা চলবে বলে জানিয়েছে রাশিয়া।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত কয়েকদিন আগে নির্বাচনে ডেমোক্রেটদের হারার পেছনে রাশিয়াকে দায়ী করেছে। তার দাবি, ডেমোক্রেটদের ই-মেইল হ্যাক করেছিল রুশরা।
এদিকে ফোর্বস ম্যাগাজিন জরিপে সম্প্রতি পুতিনকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বলা হয়েছে; যা মার্কিনিদের জন্য সম্মানহানিকর। আবার বিগত সময়ে তুরস্ক-রাশিয়া ইস্যুতে মার্কিনিরা কট্টরভাবে তুরস্কের পক্ষ নিয়েছিল এবং আইএস ইস্যুতে তো তুরস্কের ভূমিকা নিয়ে আমেরিকা-রাশিয়ার দ্বিমুখী অবস্থান রয়েছেই।
আমার মোদ্দা কথা হলো- এই রুশ রাষ্ট্রদূত হত্যা ইস্যুটি কি মার্কিনিদের সৃষ্ট নাটক, যা রাশিয়াকে উত্তেজিত করে নতুন করে মার্কিন-তুরস্ক-রাশিয়ার মধ্যে একটি যুদ্ধের ক্ষেত্র তৈরি করে দেয়া, যা মধ্যপ্রাচ্যসহ বিশ্বব্যাপী ছড়িয়ে যেতে পারে?
মোহাম্মদ সালেহিন রেজার ফেসবুক থেকে…
বিবার্তা/নিশি/জিয়া
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]