শিরোনাম
বঙ্গবন্ধুকন্যাই আমাদের একমাত্র আশ্রয়স্থল
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১৬, ১৫:১৮
বঙ্গবন্ধুকন্যাই আমাদের একমাত্র আশ্রয়স্থল
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সাফল্যের চূড়ায় পৌঁছাতে গিয়ে মানুষ প্রায়শই একা হতে থাকে! আর চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে শত্রুসংখ্যা।


বাংলাদেশ এর ব্যতিক্রম নয়!


বিজয়ের প্রথম প্রহরে হারিয়েছি বুদ্ধিজীবীদের, আর এই একবিংশ শতাব্দীতে এসে হারাচ্ছি জ্ঞানীগুণী ব্যক্তিদের। পাশাপাশি বাড়ছে মোড়ল রাষ্ট্রগুলোর ষড়যন্ত্র আর জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নিরাপত্তাশঙ্কা।


এক শ্রেণীর মানুষের যেমন দেশের বিভিন্ন উন্নয়নমূলক খাত নিয়ে চলছে বাণিজ্য, তেমনি এক শ্রেণীর মানুষ এখনো পারস্পরিক প্রগতির অন্তরালে স্বপ্নই দেখে যাচ্ছে।


জনপ্রতিনিধিরা এখনো অনেক এলাকায় ঈদের চাঁদের মতো, এখনো বহু জায়গায় উন্নয়নের আলো পৌঁছায় না বা দেয়া হয় না ।


গ্রামের সহজ-সরল খেটে খাওয়া মানুষ শুধুই বঙ্গবন্ধুকন্যার দিকে তাকিয়ে। বিশ্বাস এদের প্রবল, হেমন্তের শিশিরভেজা ধানের চকচকে আলোই এদের মুখে হাসি ফোটায় !


বিজয়ের বা প্রগতির গল্প নয়, বাস্তবিকই এরা স্বাধীন বাংলার সাহসী মানুষ। আজও তারা কারো ধার ধারে না, কিন্তু ভালোবাসে দেশকে ; ভালোবাসে বঙ্গবন্ধুকে।


সময় এখনো আছে, তরুণ প্রজন্মকে স্মার্ট দুনিয়ার হাল ফ্যাশনের জীবনযাত্রার পাশে পাশে গ্রামের চায়ের দোকানে ভিড় করা মানুষগুলোকে জানাতে হবে আধুনিক রাষ্ট্র গড়ার পেছনে জননেত্রীর নিত্যনৈমিত্তিক প্রচেষ্টাগুলোকে। কেননা, উন্নয়নের অংশীদার আমরাই।


সচেতন মানবগোষ্ঠীর ধ্যান-ধারণায় আধুনিকতার ছোঁয়া দিতে পারলে তবেই না আমরা আধুনিক!


জঙ্গীবাদ-সন্ত্রাসবাদের উত্থান রুখে দিতে খুব বেশি কষ্ট হবে না আর নিরাপত্তা জোরদার হোক বঙ্গবন্ধুকন্যার। বঙ্গবন্ধুকন্যাই আমাদের একমাত্র আশ্রয়স্থল। সুতরাং দায়িত্ব আমাদের সবার। কেননা, দেশ আমাদের, বিজয় আমাদেরই!


ফারাজানা আক্তার সুপর্ণার ফেসবুক থেকে


বিবার্তা/মৌসুমী/হুমায়ুন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com